আমাদের কথা খুঁজে নিন

   

১৩ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার বিকালে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে”।
বিএনপির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মহানগর পুলিশ কর্মকর্তারা শুক্রবার বিকালে আমাদের অনুমতির বিষয়টি নিশ্চিত করেছেন। ”
সাভার ট্র্যাজেডির প্রতিবাদ এবং আটক নেতাদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবিতে এই সমাবেশ করছে বিরোধী দলীয় জোট।
গত ২৮ এপ্রিল খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলীয় জোটের বৈঠকে ৪ মে ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত হয়।

সে অনুযায়ী পরদিন শাপলা চত্বর অথবা নয়া পল্টনে নাইটিংগেল মোড়ে সমাবেশের জন্য আবেদন করে বিএনপি।
এর আগে শুক্রবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, “কাল সমাবেশ। এখনো আমরা অনুমতি পাইনি। সরকারকে আবারো অনুরোধ জানাতে চাই , শাপলা চত্বর কিংবা নাইটিংগল মোড়- এর যেকোনো একটিতে সমাবেশ করার অনুমতি দিন। অন্যথায় আমরা নিজের উদ্যোগে নাইটিংগেল মোড়ে মঞ্চ নির্মাণসহ আনুষাঙ্গিক কার্যক্রম শুরু করব।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।