আমাদের কথা খুঁজে নিন

   

জগত। পর্বের নাম-হিজরা

আচ্ছা এই জগতটা এইরকম কেনো? সবাই সবাইকে করুনা করতে চায়, দয়া করতে চায়। মানুষ খারাপ জিনিষের কি সুন্দর সুন্দর নাম বের করে ফেলে । যে শব্দটা একটা গালির মত সেই শব্দটাকে তারা অভিধানের অংশ বানিয়ে ফেলতে পারে। মানুষের অনেক হ্মমতা। অভিধানের অংশ বানাতে গিয়ে তারা সেই অংশের পিছনের মানুষকে পরোহ্মভাবে অপমান করে ফেলে।

কিন্তু তারা তা বুঝতে পারে না। “হিজরা” একটা গালির মত শব্দটা। কিন্তু সুশীল সমাজ তাদের বলে “বৃহন্নলা” । তারা ভাবে নামটা কি সুন্দর । “বৃহন্নলারা” বোধ হয় মনে মনে খুশিই হয়েছে।

একটি কাল্পনিক কথোপকথন দেখি সুশীল এবং হিজরাদেরঃ সুশীলঃ এই যে বৃহন্নলা শুনুন। hello আপনি কি শুনতে পাচ্ছেন না আমার কথা। hello হিজরাঃ আপনি কি আমাকে ডাকছেন? সুশীলঃ জী আপনাকেই ডাকছি। হিজরাঃ "বৃহন্নলা" কি? সুশীলঃ আপনাদের হিজরা না ডেকে “বৃহন্নলা” বলে ডাকি। হিজরাঃ তাতে লাভ? সুশীলঃ লাভ বলতে কি হিজরা শব্দটা শুনতে খারাপ শোনায় না? হিজরাঃ ভালো মন্দ শোনা দিয়ে আমরা কি করবো? আমাদের হিজরা ডাকলেই কি আর বৃহন্নলা ডাকলেই কি, আমাদের খাবার তো আপনারা দিচ্ছেন না।

সুশীলঃ ইয়ে মানে। হিজরাঃ শুনুন ভাই ভালোমত বেচে থাকার জন্য খাবারের দোকান দিয়েছিলাম কিন্তু আমি হিজরা বলে সেই দোকানে কেও খেতে আসেনা। ভালোমত বেচে থাকার জন্য একটা কাপড়ের দোকান দিয়েছিলাম কিন্তু সেই দোকানে কেও কাপর নিতে আসেনা আমি হিজরা বলে। আর আপনারা টিভি ক্যামেরার সামনে আমাদের নিয়ে খুব বড়বড় বুলি ছারেন। আমাদের হিজরা বললেই কি আর বৃহন্নলা বললেই কি।

আমাদের পেটের ভাত আমাদেরই জোগাতে হয়। শুধু শুধু আমাদের বিশেষ নামে আখ্যায়িত করে আমাদের অপমান করবেন না। অবশেষে সুশীলগণ আবারো টিভির সামনে বলিলো "সেদিন এক বৃহন্নলার সাথে দেখা হয়েছিলো তারা তাদেরকে বৃহন্নলা ডাকাতে খুব খুশি হয়েছে........................." বিঃ দ্রঃ আর এভাবেই চলে আমাদের দেশের সুশীল গনেরা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।