১১ ম্যাচে অষ্টম হারে দিল্লির শেষ চারে ওঠার আশা প্রায় শেষ। অন্যদিকে সমান ম্যাচে সপ্তম জয়ে হায়দ্রাবাদের শেষ চারে ওঠার আশা আরো উজ্জ্বল। পয়েন্ট টেবিলে আপাতত তারা তৃতীয় স্থানে।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে ৮০ রানে অলআউট হয়ে যায় দিল্লি। জবাবে ১৩ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স।
লক্ষ্য তাড়া করতে নেমে পার্থিব প্যাটেলের সঙ্গে শিখর ধাওয়ানের (২২) ৩৩ রানের জুটি হায়দ্রাবাদকে ভালো সূচনা এনে দেয়। এরপর দ্রুত চার উইকেট হারালেও ড্যারেন স্যামি (১৮*) ও হনুমা বিহারী (১১*) ৩৭ বল অব্যবহৃত রেখেই দলের সহজ জয় নিশ্চিত করেন।
দিল্লির পক্ষে জোহান বোথা ১১ রানে ২ উইকেট নেন।
এর আগে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে (১১) ও উন্মুক্ত চাঁদ (১৭) দলকে ২ উইকেটে ৫০ রানের ভালো ভিত গড়ে দিয়েছিলেন। কিন্তু এরপর ৩০ রান যোগ করতেই শেষ ৮ উইকেট হারানোয় একশ পর্যন্তও যেতে পারেনি দিল্লি।
ষষ্ঠ আইপিএলে এটাই সর্বনিম্ন রান। এর আগে চেন্নাইয়ের বিপক্ষে ৮৩ রান করেছিল দিল্লি।
হায়দ্রাবাদের পক্ষে স্যামি, থিসেরা পেরেরা ও ডেল স্টেইন দুটি করে উইকেট নেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।