আমাদের কথা খুঁজে নিন

   

ভবন ধসে প্রাণহানি: রোববার অনুদান নেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে’ যারা অনুদান দিতে চান, তারা রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দিতে পারবেন। গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে চার শতাধিক মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক। রানা প্লাজার পাঁচটি তৈরি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করতেন। আগের দিন ভবনটিতে ফাটল দেখা দিলেও পরদিন ভয়-ভীতি দেখিয়ে সেখানে কাজ করতে বাধ্য করা হয় বলে বেঁচে আসা শ্রমিকরা অভিযোগ করেছেন। ধসের ঘটনার পর ‘রানা প্লাজার’ মালিক সোহেল রানা এবং ওই ভবনে থাকা পাঁচ পোশাক কারখানার চার মালিকসহ সাভার পৌরসভার দুই প্রকৌশলীসহ আরেক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।