জীবনের জন্যই এই সব কথামালা
ব্লগ প্রোফাইলের শিরোনাম ''ইবনে বতুতার ব্লগ''!
এই যুগে আবার ফিরে এলেন ইবনে বতুতা? কি জানি!
তবে ইবনে বতুতার মতই ভ্রমণ বিলাসী আমাদের এক ব্লগার আছেন জুন আপু। জুন মাসে জন্ম বলেই নামের শেষে জুন স্থায়ী হয়েছে কিনা, জানা যায়নি। তবে প্রতিনিয়তই উনি আমাদের জানাচ্ছেন ঘুরাফেরার আপডেট। আর আমরা বিনে পয়সায় ঘুরে ফেরার আনন্দ নিচ্ছি। ইদানিং তার লেখায় কাব্যিক ঢং ও আসছে, তবে অতি অবশ্যই ভ্রমন ই মূল কথা।
মাঝে মাঝে কিন্তু বড্ড হিংসে হয়, এইসব জায়গায় আমি/আমরা কেন নাই! জুন আপুর সহধর্মী মুর্শেদ ভাই ও কিন্তু আরেক গুনী ব্লগার। উনি অবশ্য সিরিয়াস লেখক। ।
কথা হচ্ছে জুনাপু কে নিয়ে। জুনা'পুর প্রোফাইলে বিনম্র, উদার, বুদ্ধিবৃত্তির উজ্জ্বল্যের কথা বলছেন, আমার ধারনা প্রতিটি গুনই উনার মাঝে খেলা করে।
তবে এটুকু বলতে পারি, আপুটি অনেক মিশুক, নিরহংকারী। ।
আজ উনার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা থাকলো।
উনার ভ্রমন পর্ব চলতে থাকুক।
বয়সের ছাপ হার মানুক মনের সদা চঞ্চলতার মাঝে।
এবার কাজের কথায় আসি!!
পার্টি টা কই হচ্ছে আপু?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।