আমাদের কথা খুঁজে নিন

   

‘ধুম’ চান না আমির

ইয়াশ রাজ ফিল্মসের ‘ধুম’ সিরিজের আগের দুটি সিনেমার ব্যাপক সাফল্যের পর এবার ‘ধুম থ্রি’ সিনেমাটিও সাফল্যের মুখ দেখতে যাচ্ছে, এমনটাই আশা করছেন সবাই।
অনেকেরই ধারণা সিনেমাটি ব্যবসাসফল হলে হয়তো বা আরও একটি সিক্যুয়াল তৈরি হবে ‘ধুম’ সিরিজের। তবে জানা গেছে, ‘ধুম থ্রি’র অভিনেতা আমির খান সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হবার সময় ইয়াশ রাজ ফিল্মসকে জানিয়েছিলেন ‘ধুম’ সিরিজের আর কোনো সিক্যুয়াল চান না তিনি।
সূত্র জানিয়েছে, আমিরের এই কঠিন শর্ত মেনে নিতে রাজি হয়েছে ইয়াশ রাজ ফিল্মস। এদিকে ইয়াশ রাজ ফিল্মসের মুখপাত্র বলেছেন এমন কোনো শর্তের কথা বলা হয়নি। তিনি বলেন, “ধুমের সিক্যুয়াল এভাবেই চলবে।”
তবে এ ব্যাপারে কথা বলার জন্য আমিরকে পাওয়া যায়নি।
‘ধুম থ্রি’ মুক্তি পাবে এ বছরের বড়দিনে আর আমির খানসহ এতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, উদয় চোপড়া এবং ক্যাটরিনা কাইফ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।