আমাদের কথা খুঁজে নিন

   

এই কপালে সুখ লেখা নাই..

ক্ষনিকের তরে আসে সুখ ক্ষনিকের তরে পাই সুখ বুঝি এই কপালে স্থায়ী লেখা নাই। । যারে ভাবি আপন করে সে দিয়ে যায় দুখ বিনা রোদে, ঝড়-বাদলে কেঁপে ওঠে এই বুক। এই বুকে যে কত জ্বালা সে যদি জানতো পারতো না সে দুঃখ দিতে একটু হলেও কাঁদতো। আমায় যত জ্বালা দিলে এত নিঠুর হয়ে ভালবাসা মূল্যহীন বুঝলাম তোমায় পেয়ে।

বিধি যদি দিতো তোমায় এই অন্তর খানা বুঝিতে হায়রে নিঠুর কত কঠিন এ যন্ত্রনা। কারে বলবো মনের দুঃখ কার বা সময় আছে পোড়া হৃদয় কয়লা-কালো এ জীবন হলো মিছে। এ জীবনে ভালবাসা আমার হলোনা ভালবাসি যাকে আমি সে তো বুঝলো না। বিজয় কেঁদে গেয়েছিলো বিরহের শত গান নিঠুর প্রিয়া দেয়নি তাকে ভালবাসার অবদান। বিজয়ের মতো কাঁদে শূন্য বীনা মোর বুঝিলো না পাষান প্রিয়া হারালো সুধা সুর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।