আমাদের কথা খুঁজে নিন

   

বয়ফ্রেন্ড/গালফ্রেন্ড এর গোপন খবর এবার পেশাদার গোয়েন্দা এনে দেবে....

▌││ │▌▌▌▌ ││▌||▌▌||▌▌® 19881712066021718891198 আজ সকালে যখন হকার পত্রিকা দিয়ে যায় তখনও বিজ্ঞাপনটা সেখানেই ছিল। কিন্তু খেয়াল করি নাই। আজ প্রথম আলো প্রথম পাতার রাইট বটমে ছাপা হওয়া ইন্টারেস্টিং বিজ্ঞাপনটা খেয়াল করলাম এখন, দুপুরের পর। খুব মনে পড়ে গেল ক্লাস সেভেনে তিন গোয়েন্দা পড়ার দিনগুলোর কথা। এরপর ক্লাস এইটে উঠে যখন মাসুদ রানা পড়া শুরু করি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আর একটু বড় হয়েই আমি একটা প্রাইভেট ডিটেকটিভ সংস্থা খুলবো।

কিন্তু করা হয়ে উঠে নাই। আমি পারি নাই তো কি হয়েছে, অন্য কেউ পেরেছে। বাংলাদেশে চালু হয়েছে প্রথম বেসরকারি গোয়েন্দা সংস্থা : হেল্প ডি বাংলাদেশ। আমি জানি না এর উদ্যোক্তা কারা। হয়তবা গোয়েন্দা বিভাগে কাজ করা (অবঃ) কোন লোক, হয়তবা ছোট বেলায় তিন গোয়েন্দা পড়া মনে প্রাণে ডিটেকটিভ এমন কেউ-যে তার স্বপ্ন পূরণের পথে নেমেছে।

তবে যে-ই হোন না কেন, দেশের প্রথম বেসরকারি গোয়েন্দা সংস্থাকে অনেক অনেক অভিনন্দন। এদের অফিস মহাখালি নিউ ডিওএইচএস। ভাবছি কয়েকদিনের ভেতরই এদের অফিসে একটা ঢু মারবো। আর কে কে যেতে চান, চলেন যাই। হেল্প ডি বাংলাদেশ যেসব সেবা দিবে সেগুলো হলো : ১. সার্বিক আইনি ও সামাজিক সমস্যার সমাধান/পরামর্শ, অনুসন্ধান ও তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্থকে সহযোগিতা।

২. বিবাহপূর্ব তদন্ত অনুসন্ধান। ৩. বিবাহোত্তর/গৃহবিবাদ এবং অন্যান্য সমস্যা। ৪. কোন বিষয়ের উপর অনুসন্ধান করা। ৫. কোন সংস্থা বা সংগঠনে চাকুরিতে নিযুক্তির পূর্বে প্রার্থী সম্পর্কে তথ্য সংগ্রহ। আপনার কোনটা লাগবে এখনি ঠিক করেন।

আর একটা কথা না বললেই না, নামটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয় নাই। হেল্প ডি বাংলাদেশ নামটার ভেতর কেমন জানি এনজিও টাইপ ব্যাপার হলো, দুর্ধর্ষ কিছু হলো না। তবু্ও অভিনন্দন এবং শুভ কামনা তাদের জন্য। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।