একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই সাজানো অঙ্গ রাঙিনু রঙে দেখাইলাম কলা কত ঢঙে আমি ফাঁপা কলস রে মুদিয়া চক্ষু করিলাম ত্যাগ এরপর ধরিলাম সুশীল ভেক আওয়াজ তুলিলাম ধিকধিক ছড়াইয়া দিলাম চতুর্দিক গ্যালো গ্যালো সব গ্যালো কলিকাল সব গিলে খেলো করিলাম পণ ধরি অনশন আ!মরণ দুষ্টের নাশ করিতেই হবে না হলে বসুধা রসাতলে যাবে মন্ত্রী-সান্ত্রী হায় হায় করে রাজা কাঁপিয়া মরে ডরে ভাবে ক্ষমতা বুঝি এইবার যাবে চিরতরে এতোদিন বেকুব জনতারে বলদ বানাইয়া রাজ্যের জোয়াল লইয়াছি টানিয়া এবার মনে হয় খুলে গেলো ধুতি খড়ে আশায় রাজা চাহে ইতিউঁতি আসিল জটাধারী সাধু উদ্ভট ঝোলা কাঁধে তন্ত্র মন্ত্র ফুৎকারে পারলে তখুনি বজ্জাতের হাতপা বাঁধে রাজা ভাবে এই যাত্রায় বুঝি পার গেল পাওয়া এইবার এইবার নষ্টভ্রষ্ট সব হয়ে যাবে হাওয়া সাধু বসে ধ্যানে মুদিয়া নয়ন খুঁজে দুষ্টরে আছে কোথায় লুকে কিন্তু শুধু আঁধার দ্যাখে সাধু জানে না দুষ্ট রয়েছে তাহার জটার পিছে আ!মরণ অনশনে এতেই আমি ভাবিলাম কত গেল যাদু আমি হলেম গিয়ে সাক্ষাৎ সাধু ভাব খান এমন মুই কি হনু! এবার নতুন ফন্দি আঁটি পিটাইয়া ঢোল নিজেরে বানাইতে হইবে খাঁটি আমি হইবো গিয়ে বিদ্যার ঢেকী ঢোলের বাদ্যে গেলাম সত্য ভুলি আমার ভিতরে যে শুধুই ফাঁপাবুলি অতি লম্ফে কম্ম ঝপাত নিজের মলে ধরণী প্রপাত কোড় জোড়ে : এখানে ধুতি পোশাক অর্থে ব্যবহৃত হয়েছে...অন্য কোনো অর্থ খোঁজা বোকামি হবে.. এখানে ধুতির জায়গায় লুঙ্গি, প্যান্ট, পায়জামা, বা স্কার্ট যে কোনো কিছুই হতে পারে....তবে ভাব ধরে রাখার সুবিধার্থে এটা ব্যবহৃত হয়েছে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।