আমাদের কথা খুঁজে নিন

   

আমার কিছু কথা (বাংলাদেশীরা আর কত গা বাচিয়ে চলবে?){যাদের জাতিয়তা আওয়ালীগ বা বি.এন.পি তারা কমেন্ট করবেন না, জামাত শুয়োরতো করবিই না, শুধূ মাত্র বাংলাদেশী জাতিয়তা যাদের তারা কমেন্ট করুন}

আমার লেখা পড়ে.................. খালেদা জিয়া বলেছিলেন দেশে কোন যুদ্ধপরাধী নেই । আমরা সচেতন যারা, আমরা চেচামেচি করে অস্থির । বর্তমান মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসাবে আওয়মী লীগের পদ তলে আমরা বসে পড়লাম মুক্তি যুদ্ধের, বাংলাদেশের প্রেমিক হিসাবে । যুদ্ধপরাধীদের বিচার হবে । বিচার হবে ধর্মব্যাবসায়ী, মুনাফেক রাজাকারদের।

বিচার হবে মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষের হত্যাকারীদের, হত্যার হুকুমকারীদের , বিচার হবে নারী ধর্ষকদের, বিচার হবে ধর্ষণের হুকুমকারীদের । হায় আয়মীলীগও যুদ্ধপরাধীদের কাছের লোক । উৎসাহদাতা । কি পার্থক্য আওয়ী লীগ আর বি.এন.পির? মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী, দেশে দেশে ঘুরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণাকারী, লক্ষ লক্ষ মানুষের হত্যার নির্দেশক, ধর্ষণের নির্দেষক ৮ নং যুদ্ধপরাধী “ত্রিদিব রায়-এর” (মানুষ এবং কুকুর বা পাকিস্তানীদের সাথে সেচ্ছা সঙ্গমের ফলে জম্ম) শেষ খায়েশ ছিল বাংলার মাটিতে তার কবর হোক । তার সব খায়েশই মিটেছে ।

পাকিস্তান সরকারের বিশষ আস্থা ভাজন এই গেলমান আজীবণ পেয়েছে পাকিস্তানের মন্ত্রীর সম্মান,সুবিধা । এখন তার শেষ খায়েশও মিটতে যাচ্ছে । ভোটের রাজনিতীতে ক্ষমতা দখলের নিমিত্তে , পার্বত্য চট্টগ্রামের তিনটি আসনকে পোক্ত করার জন্য ত্রিদিব রায়ের লাশ দেশে আনার অনুমতি দিল । শেখ হাসিনা ভুলে গেছেন তার বান্ধবী, সহপাঠিদের ধর্ষন হওয়ার কথা, ভুলে গেছে ১২ বছর বয়সের বালিকারা সদ্য স্তন পাকিস্তানী হায়নাদের কামড়ে ছিড়ে নেওয়ার কথা । ভুলে গেছে বীলশ্রেষ্ঠ আব্দুর রউফের কথা, যিনি মুক্তিযুদ্ধদের চলাচলের জন্য নিজের বুক ঝাঝরা করেছিলেন চট্টগ্রামেই ।

ক্ষমতা বড় মিষ্টি জিনিষ । তারা ভুলে যায় মিষ্টি স্বাথ্যের জন্য খুব একটা ভালো না । রাজাকারদের দোষ কি? তারাও ক্ষতার জন্য একাত্তর সালে রাজাকার হয়েছিল, তারা ক্ষমতা দখলের উপায় হিসাবে ধর্মটা বেছে নিয়েছে । বিিএন.পিরই বা দোষকি? ঐটাতো দালালদের বাসস্থান । আয়মীলীগ ক্ষমতা দখলের জন্য বেছে নিয়েছে সবচে দামী বস্তু,দর্শন ।

যে দর্শনের তলে, ভাবনার তলে সব বাংলাদেশী এক । সেই দর্শণ – দেশপ্রেম । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।