এগুলো আমার লেখা। লেখাগুলো কপিরাইটেড। সীরাতে ইবনে হিশাম রাসূলুল্লাহ (সা) এর মৃত্যুর প্রায় ১৩০ বছর পর ইবনে ইসহাক লিখেছিলেন সবচেয়ে বিশাল এবং অত্যন্ত নির্ভরযোগ্য সিরাত। (যদিও সিরাত শব্দের অর্থ যাত্রা or Journey, কিন্তু আরবীতে সিরাত বলতে রাসূলুল্লাহ(সা) এর জীবনীকেই বোঝানো হয়)। ইবনে ইসহাক রচিত সীরাতটি সুবিশাল হওয়ায় তা যদিও গবেষকদের জন্য খুবই গুরুত্বপূর্ন কিন্তু সাধারণ পাঠকের জন্য তা পাঠ করা দুরূহ। আরেক ইসলামী পন্ডিত ইবনে হিশাম, ইবনে ইসহাক রচিত সীরাত-এ কোন কিছুই সংযোজন না করে, বরং অনেক ঘটনাই বাদ দিয়ে সাধারণ পাঠকের জন্য অপেক্ষাকৃত সহজে পাঠযোগ্য এই সংস্করণটির সংকলন করেন। সীরাতে ইবনে ইসহাক লেখা হয়েছিল বুখারী শরীফেরও আগে। আর, সিরাতে ইবনে হিশামকেও ইসলামী সাহিত্যের অন্যতম সহীহ তথা নির্ভুল গ্রন্থ হিসাবে ধরা হয়। View this link আর রাহীকুল মাখতূম মহানবী(সা) এর সুবিখ্যাত, সহীহ ও পুরস্কারপ্রাপ্ত জীবনীগ্রন্থ। View this link Life of Prophet Muhammad (PBUH): Lessons and Morals - Yasir Qadhi This is an amazing lecture series. Must-watch for every human being.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।