আমাদের কথা খুঁজে নিন

   

[ ভালোবাসার দৈহিক সংস্করণ ]

[ আমাকে খোঁজো না তুমি বহুদিন- কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবুও- একই আলোপৃথিবীর পারে আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, © জীবনানন্দ দাশ ] ভেজা চুলের আদিম গন্ধে উন্মত্ত প্রেমিক চুল ছাড়িয়ে যার উন্মত্ততা ছড়িয়ে পড়ে সারা দেহে । তুমুল ঝড় তোলে প্রেমিকার স্পর্র্শকাতর অঙ্গে । সে ঝড় কতক্ষনই বা স্থায়ী হয় এক সময় ঠিকই ঝিমিয়ে পড়ে প্রেমিকার দেহের উপর । ভলোবাসা তখনো টিকে থাকে ঝড়ো বাতাস বেড়িয়ে যায় ক্লান্ত নিঃশ্বাসের সাথে ভালোবাসা ঠিকই রয়ে যায়, তাদের ঝিমিয়ে পড়া দেহের ভেতর । প্রেমিককে জড়িয়ে ধরে লজ্জিত প্রেমিকা যেন লুকাতে চায় তার ভেতর অথবা অপেক্ষায় থাকে দ্বিতীয় ঝড়ের কখন আঘাত হানবে তার উপর ।

এরপর আবার ঝড় আসে, যুদ্ধ শুরু হয় নতুন করে প্রেমিক একের পর এক জয় করে চলে প্রেমিকার মানচিত্রের প্রতিটি ভূখন্ড । মেতে উঠে যুদ্ধ জয়ের নেশায় । যুদ্ধ বিরতিতে প্রেমিক যখন দেখে, তৃপ্তিময় অপূর্ণতা লেগে আছে প্রেমিকার মুখে, তখন তার তলোয়ার আবার বেজে উঠে আবার সে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ ক্ষেত্রে নব উল্লাসে , নব উদ্দমে । ভালোবাসার দৈহিক রুপ, এভাবে একের পর এক সংস্করণ তৈরি করে । দেহ একসময় ক্লান্ত হয়,ঘুমিয়ে পড়ে প্রেমিক প্রেমিকার আলিঙ্গন ।

যুদ্ধ ক্ষেত্রের নিষিদ্ধ শব্দগুলোও থেমে যায়। ভালোবাসা তখনো টিকে থাকে তাদের ঘুমন্ত আলিঙ্গনের ভিতর । ভালোবাসা জেগে থাকে রাতভর । © ২০১০ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।