গত তিন দিন আগেও আমার মোবাইলে sms আসল বাংলা লিঙ্ক এর ২৫ পয়সা অফার এর মেয়াদ পরবর্তী সাত দিন বাড়ানো হয়েছে । অথছ গত ২ দিন যাবত কল করে হিসেবে গরমিল হওয়ায় বাংলা লিঙ্ক এর ১২১ এ ফোন করে জানতে পারলাম ১০ সেকেন্ড পালস এর অজুহাত দেখিয়ে তাদের এই ২৫ পয়সা অফার নাকি এখন ৪২ পয়সা করা হয়েছে । আপনারা যারা বাংলা লিঙ্ক ব্যাবহার করেন তাদেরকে কি বাংলালিঙ্ক এই কল রেট বৃদ্ধির এসএমএস পাঠিয়েছে? বা আপনাদের এই ব্যাপারে অবগত করা হয়েছে ?? বাংলা লিঙ্কের এড কিন্তু এখনও tivi ba paper এ যাচ্ছে । কিন্তু এই ব্যাপারে টিভিতে পা পেপারে অ্যাড দিয়ে কাওকে অবগত করা হয়নি কেন??? যদি এই ব্যাপারে কাওকে অবগত না করা হয় তাহলে এটা অবশ্যই শুধু প্রতারনা নয় নগ্ন ভাষায় বলতে গেলে আমাদের টাকা চুরি করতেছে ওরা । সরকার নির্ধারিত ১০ সেকেন্ড পালস কার্যকর করার প্রতিশোধ নিচ্ছে গ্রামীনফোন এবং বাংলালিঙ্ক । কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বিশেষ নাম্বার গুলু সহ সব ধরনের প্যাকেজে কল রেট কোন কোন ক্ষেত্রে দ্বিগুণ করা হয়েছে । এই চুরির কি কোন প্রতিকার নেই ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।