আমাদের কথা খুঁজে নিন

   

Computer কে এবার Shutdown করুন আপনার রানিং সফটওয়্যারগুলোসহ Pause করে এবং যখন অন করবেন তখন Resume হয়ে অন হবে

নীরব পাঠক অনেক দরকারি কাজ করছেন এমন সময় কোথাও যেতে হবে? এবং যে কাজটি করছিলেন তা বন্ধ করলে আবার প্রথম থেকে শুরু করা লাগবে, এখন কি করবেন? হ্যা বলতে পারেন sleep mode এ দিয়া রাখব কিন্তু sleep mode এ দিয়া রাখলে Computer এর main power off হইনা Computer অনই থাকে আসুন দেখেনি কিভাবে Computer Shutdown করলে তা অন করার সময় আবার resume হয়ে On হবে, মানে off করার আগে যে কাজগুলো চালু ছিল তা যেমন অবস্হায় ছিল ঠিক তেমনই থাকবে । যদিও লেপুতে এই ধরনের একটি সুবিধা বিল্ট ইন থাকে কিন্তু ডেস্কটপ পিসিতে এটি এনাবল করা থাকেনা। তাই ডেস্কটপ পিসি ইউজারদের এটি কাজে আসবে এবং লেপু ইউজাররাও ইচ্ছা করলে হাইবারনেটের বিকল্প হিসেবে এটি ব্যবহার করতে পারবেন। এই পদ্ধতি তে PC Shutdown করলে আপনার PC পুরোপুরি Shutdown হবে এবং আপনি ইচ্ছা করলে Computer এর main power supply ও বন্ধ করে দিতে পারেন কোন সমস্যা নাই এবং এভাবে যতদিন ইচ্ছা PC Off রাখতে পারবেন। তো আশুন পদ্ধতিটি দেখে নেয়া যাক ১. প্রথমে ডেক্সটপ এর ফাকা জায়গাই Mouse এর Right button click কোরে New এ যেয়ে Shortcut এ Click করুন এরপর Type the location of the item এর ফাকা Box এ নিচের Code টি Copy/Paste করুনঃ &#xwi;ndir%\System32\rundll32.exe powrprof.dll,SetSuspendState ২. তারপর Next Button এ Click করুন, এরপর Type a name for this shortcut এ লিখে Finish Button এ Click করুন ব্যাস এখন দেখুন Desktop এ Pause নামে একটি Shortcut তৈরি হোয়ে গেছে।

এখন থেকে আপনার PC যখন Pause করে Shutdown দেয়ার দরকার বলে মনে হবে শুধু Desktop এর Pause Button এ ডাবল ক্লিক করুন তাহলেই PC Pause হোয়ে Shutdown হয়ে যাবে। আবার যখন ON করবেন তখন Power switch চেপে সাধারন ভাবেই অন করুন। দেখুন অটো Resume হচ্ছে। আমি নিজে এটা Use করি। আর হ্যা এটা শুধুমাত্র Windows 7 এ Test করেছি এবং ১০০% কাজ করে।

windows 8 এও কাজ করতে পারে তবে আমি টেস্ট করিনি এখনো। সংগৃহীত : http://jagobd.co.cc/pause-pc/ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।