আমাদের কথা খুঁজে নিন

   

১৮+ নয়, তবুও ১৮- দের প্রবেশ নিষেধ -- ২

১** ------- গৃহ শিক্ষক তার ছাত্রীকে অংক শেখাচ্ছে। মনে কর তোমার কাছে ৫ টা গোলাপ আছে, আমি তোমাকে আরো ৫টা দিলাম। তাহলে তোমারকাছে মোট গোলাপথাকবে ১০ টি, এটা হল যোগ। - বুঝেছ? অনেক মজা না? - জ্বি। এবার ধর আমারকাছে ১০ টা চকলেট আছে, আমি তোমাকে ৮ টা দিয়ে দিলাম।

আমার কাছে ২ টাথাকবে । এটা হল বিয়োগ। - বুঝেছ? অনেক মজা,তাই না? - জ্বি। এবার মনে কর,তুমি আমায় তিনটা চুমু দিলে, আর আমি তোমায় চুমু দিলাম ১২ বার । তাহলে মোট ৪ গুণ চুমু তুমি বেশি পেলে, এটা হল গুণ।

-বুঝেছ? অনেক মজা তাই না? -জ্বি। দরজার পাশে দাঁড়িয়ে ছাত্রীর বাপ এতক্ষণ সব শুনছিল। ঘরে ঢুকে স্যারের ঘাড় ধরে দাড় করিয়ে দরজার কাছে নিয়ে গেল___ "তারপর তার পশ্চাদ্দেশে সজোরে লাথি মেরে ঘর থেকে বেরকরে বলে, আর এটা হল ভাগ। - বুঝেছ? অনেক মজা তাই না?" ২** ------- গভীর রাত, স্বামী-স্ত্রী বেডরুমে। কারেন্ট নেই,বাইরে ঝিরিঝিরি বৃষ্টি।

মৃদুমন্দ বাতাস। স্বামী বসে বই পড়ছে। স্ত্রী পেছন থেকে এসে স্বামীর গলা জড়িয়ে ধরল। গালে গাল ঠেকালো। ফিসফিসিয়ে বলল - ওগো... - বলো।

- তুমি কি বুঝতে পারছ আমি এখন কী চাইছি। - পারছি। - কী? - একটা IPS...! ৩** ------- এক লোক প্রতিদিন বিকেলে এসে ডাক্তারখানার সামনে দাঁড়িয়ে থাকে আর হাঁ করে তাকিয়ে মেয়ে দেখে। বেশ কিছুদিন লক্ষ করার পর ডাক্তারবাবু একদিন এসে তাকে জিজ্ঞেস করলেনঃ কী ব্যাপার মশাই,আপনি প্রতি বিকেলে এসে আমার চেম্বারের সামনে দাঁড়িয়ে এভাবে মেয়ে দেখেন কেন? ব্যাপার কী? - আরে ডাক্তারবাবু,আপনিই তো লিখে রেখেছেন...মহিলাদের দেখার সময়ঃ বিকাল ৪টা থেকে ৬টা'... ! ৪** ------- স্কুলের ম্যাডাম ও ক্লাস টুর এক বাচ্চা ছাত্রের কথোপকথন । ম্যাডামঃ সো সুইট !!কতো লক্ষ্মী একটা ছেলে তুমি !! আমি তো তোমাকে খুবই পছন্দ করি !! বাচ্চাঃ তাহলে আমি আমার আম্মু আব্বুকে আপনার বাসাতে পাঠাই ?? ম্যাডামঃ মানে !? বাসায় পাঠাবে মানে ??কেনো পাঠাবে ?? বাচ্চাঃ মানে তারা যাতে আরও আলাপ আলোচনা করতে পারে !! এখুনি ঠিক করে ফেলা ভালো ।

। নইলে দেখা গেলো আপনি অন্যকাউকে আমার জায়গা দিয়ে ফেললেন ,আর আমার তো তখন সর্বনাশ হয়ে যাবে !! ম্যাডামঃ কি সব আজেবাজে কথা বলছো ?? চড় মেরে তোমার সব কয়টা দাঁত ফেলে দেব । বান্দর কোথাকার ! বাচ্চাঃ কেন ? আপনি কি প্রাইভেট পড়ান না ? ( আগের পর্ব দেখতে চাইলে Click This Link ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।