প্রতিদিন মরি, প্রতিদিনই বাঁচি। তুমি হয়তো একে মানব সভ্যতার বিকাশ বলো। আমি বলি ভন্ডামি। বন্ধুরা, দৃক গ্যালারীতে চলছে 71 Snaps International Photography Exhibition। প্রায় ১৫টি দেশের ৭১ জন ফটোগ্রাফারারের ৭১টি আলোকচিত্র নিয়ে এই এক্সিবিশন ২১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর মোট ৫ দিন ব্যাপি বিকাল ৩.০০টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত চলবে। এক্সিবিশনটি উদ্বোধন করেছেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. আনিসুজ্জামান স্যার এবং দেশখ্যাত ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ স্যার। আপনারা জেনে কেউ কেউ অবাক হবেন, কেউ আবার খুশি হবেন যে আমাদের সবার প্রিয় এবং সুপরিচিত "হাসিন হায়দার" ভাইয়ের একটি ফটোগ্রাফি এখানে স্থান পেয়েছে! এক্সিবিশনটি আয়োজন করেছে - Thirdeye Photography Society. Website: www.thirdeye-creations.com Facebook Group: https://www.facebook.com/groups/ThirdEye.Photography.Society/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।