আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে বিক্রি হচ্ছে গরু-মহিষ!

www.facebook.com/mahamudul.hasan.9619 ভ্রমন করা, লেখালেখি করা, বিজ্ঞান ওয়েবসাইট দেখা, অনেক বই ও ম্যাগাজিন পড়ি এবং ওয়েবসাইট প্রোগ্রামিং করতে খুব পছন্দ করি। ‘কালো বাঁকা শিং, তাগড়া মহিষ। দাম ৮০ হাজার রুপি। ’ প্রত্যন্ত গ্রামের মানুষও এখন অনলাইনে এ ধরনের বিজ্ঞাপন দিয়ে তাঁদের গবাদিপশু বিক্রি করছেন। ভারতের প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ এখন তাঁদের গরু-মহিষ থেকে শুরু করে অন্যান্য গবাদিপশু বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছেন।

অনলাইনে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনসামগ্রী হিসেবে প্রচলিত গাড়ি-বাড়ি, মুঠোফোনের পাশাপাশি গবাদিপশু বিক্রির বিজ্ঞাপনের জনপ্রিয়তাও বাড়ছে। ভারতের ছোট মফস্বলগুলোতে ইন্টারনেট-সুবিধা বেড়ে যাওয়ায় সব ধরনের মানুষ অনলাইন বিজ্ঞাপনের সঙ্গে পরিচিত হয়ে উঠেছে। সম্প্রতি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের অনলাইন ক্লাসিফায়েড বা শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের অন্যতম প্ল্যাটফর্ম কুইকার ও ওএলএক্স। এ প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, আসাম ও উত্তর প্রদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও গবাদিপশু বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।

ভারতের শহরগুলোতে তো ক্রমশ এই ব্যবসা ছড়াচ্ছেই। কুইকারের প্রধান নির্বাহী প্রণয় চুলেট পিটিআইকে জানিয়েছেন, অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে শহরগুলো এগিয়ে থাকলেও যে অঞ্চলে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে, সেগুলো থেকে ইন্টারনেটে বিজ্ঞাপন দেওয়ার হারও বাড়ছে। ওএলএক্সের প্রধান নির্বাহী অমরজিত বাত্রা জানিয়েছেন, অনলাইন ব্যবহার করে বেচা-কেনার এ প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ কৃষকেরা নেবেন, এটা মোটেও আশ্চর্যের কিছু নয়। অনলাইনে গরু, মহিষ বা গবাদিপশুর বিজ্ঞাপনে ভালো সাড়া মিলছে বলেই প্রত্যন্ত অঞ্চলের কৃষকেরা এ ধরনের বিজ্ঞাপনে উত্সাহী হচ্ছেন। হাটে নিয়ে গিয়ে গরু-মহিষ বিক্রির প্রচলন দীর্ঘদিন ধরে থাকলেও বর্তমানে অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার পর বেচা-কেনার ক্ষেত্রে আরও বেশি সাড়া মিলছে।

অমরজিতের সঙ্গে একমত প্রকাশ করে প্রণয় বলেন, মানুষ তাদের গৃহপালিত প্রাণীগুলোকে খুব আদর করে আর অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে সে তথ্যও জানায়। অনলাইনে কেনা-বেচার বিষয়টি নিয়ে অনেক বেশি প্রচার না থাকলেও অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দিয়ে রাখে। অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে কেনা-বেচা বৃদ্ধি পাওয়ায় একদিকে যেমন ইন্টারনেট ব্যবহার বাড়বে, তেমনি আর্থিক লেনদেনও বাড়বে। অনলাইনের বিজ্ঞাপনের বাজার দ্রুত বাড়বে বলেও আশা করছেন কুইকার ও ওএলএক্সের প্রধান নির্বাহীরা। তথ্যসুএ: প্রথম আলো  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।