আমাদের কথা খুঁজে নিন

   

রোড এক্সিডেন্ট ও ভাংচুর

তাহার সাথে আমার সম্পর্ক আকস্মিক না। তথাপি তাহারে যে কেন মনে টানিতে পারলুম না,ইহা আমার বোধগম্য হইল না। রোড এক্সিডেন্ট ও অনবরত কান্না.। .। .।

। এটি একটি অহরহ ঘটনা। এর ভুমিকা আর নতুন করে কিছু বলার নাই। প্রতিদিনই অন্নেক মানুষ ইহার শিকার হয়। আজকের শিকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ENTOMOLOGY ডিপার্টমেন্টে পিএইচডির স্টুডেন্ট অত্যন্ত মেধাবী এবং চৌকস স্টুডেন্ট হোসনা আফরোজ নীলা।

। আমি যতটুকু জানতে পেরেছি গতকাল অফিস থেকে বাড়ি ফেরার পথে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এক্সিডেন্টের শিকার হন তিনি। আপাত এবং বাহ্যিক দৃষ্টিতে তার তেমন বড় ধরনের কোন ক্ষতি হয় নি। হালকা ছাল-টাল উঠে গিয়েছিল। যতদূর জানি হাসপাতালে ড্রেসিং করে হোস্টেলে ফিরে এসেছিলেন।

কিন্তু আজ সকালে রক্তবমি করার কারনে হাস্পাতালে ভর্তি হয়েছিলেন। সর্বশেষ মস্তিষ্কের অতিরক্ত রক্ত ক্ষরণের কারনে কয়েক ঘন্টা আগে তিনি মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) এবং এই লেখাটা যখন আমি লেখছি তখন একদল ছাত্রদের রোকেয়া সরণীর রোডের দিকে যেতে দেখছি। উদ্দেশ্য সেই চিরচারিত রাজনীতি নাহ রাজনীতি না রীতি,রাস্তায় গাড়ি ভাংচুর করা। যদিও এই কাজটি তার করতেছেন কিংবা করেছে কিনা আমি জানি না।

কিন্তু যদি করে থাকেন তাতে অই দুখী পরিবারের দুঃখ কতটুকু লাঘব হবে তাহা আমার বোধগম্য না। । সবিশেষ আপুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে বেহেশত নসীব করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।