Never Stop Believing পথশিশুদের জন্য ফল উৎসব ।
মজার স্কুল () গত ছয়মাস ধরে বিরতিহীন ভাবে পথশিশুদের শিক্ষার পাশাপাশি ভালো খাবার , আনন্দ বিনোদনের ব্যবস্থা করে আসছে কিছু মহৎ প্রান মানুষের সাহায্যে । বিভিন্ন উপলক্ষ কে সামনে রেখে মজার স্কুল একেকটি পদক্ষেপ নেয় । যেমন , গেলো পহেলা বৈশাখে ২০ জন পথশিশুকে দেয়া হয়েছে নতুন পোশাক ( ছবি দেখুন এই লিঙ্ক এ > ) , কমলাপুরের প্রায় ৫০ জনের মতো বাচ্চাদের শুকনা খাবার এর পরে উন্নত মানের হোটেলে দুপুরের খাবারের ব্যবস্থা ছিলো , স্কুল বাহিরেও একটি বড় ধরনের কাজ ( ছবি দেখুন এই লিঙ্ক এ > ) , বাচ্চাদের সুস্থতা নিশ্চিত করতে আয়োজন করা হয়েছিলো , মেডিক্যাল ক্যাম্প এর ( ছবি দেখুন এই লিঙ্ক এ > ) যা এখন নিয়মিত করা হচ্ছে ।
চলে এসে আবার চলে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে মধু মাসের , তাই মজার স্কুল এবার আয়োজন করছে ---- "" ফলের রাজ্যে আমরা সবাই রাজা"-মজার স্কুল পথশিশু ফল উৎসব" ----- এর ।
উদ্দেশ্য আগের মতো , ভালোবেসে কাছে টেনে এক সাথে ফল খাওয়া ।
হ্যাঁ , হয়তো ওরা ফল খায় কিন্তু আমরা চাইছি ভালোবেসে, আদর করে ভালোবাসার পরশ দিয়ে বুঝাতে আম খাওয়ায়তেও আনন্দ আছে , আর যে আনন্দের সাথে ওরা পরিচিত নয় ।
বিগত কাজ গুলো আপনাদের সবার সহযোগিতায় সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে , আশা করি এই আয়োজন ও আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ।
আপনার যা সাদ্ধের ভিতর আছে আপনি তাই করুন , হোক সেটা ৫০ বা ৫০০ . কবি তো বলেছেন ই --
"" ছোট ছোট বালু কনা বিন্দু বিন্দু জল,
গড়ে তুলে মহাদেশ সাগর অ-তল ""
স্থান - শাহবাগ ও কমলাপুর রেল ষ্টেশন
বিক্যাশ - ০১৭১২৪৬২৩৩৪ ( ব্যক্তিগত একাউন্ট , সৈকত )
আপাদত উপরের নাম্বারে টাকা পাঠাতে পারেন , কেউ যদি ডিবিবিএল বা ব্র্যাক ব্যবহার করতে চান , দয়া করে মন্তব্য করুন । ধন্যবাদ সবাইকে ।
ভালোবাসার জয় হোক । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।