আমাদের কথা খুঁজে নিন

   

গিট্টু-০০২

তীর্থযাত্রী আমার একটা ছোট ফুল আর একটা মৌমাছি ছিল অনেকদিন হয় আমি তাদের মিস করিনা, শুনেছি ফুল নাকি তীর্থযাত্রী হয়েছে আর মৌমাছি ফুলটাকে মিস করে। সমুদ্র ভ্রমণ আমার একাকীত্ব বুড়ো হওয়ার আগে আমার দিন দীর্ঘ হওয়ার আগে আমার রাত ঘুমিয়ে যাওয়ার আগে আমি সমুদ্র ভ্রমণে যেতে চাই! পাখি ও কবি আমার শহরের পাখিরা মিথ্যা বলে না তারা মানুষ হতে চায়, যেখানে আমার পুরানো শহরের বোকা কবি’রা পাখি হতে চায়! স্পীচ বাতাসের দীর্ঘশ্বাস ফেলা নিয়ে একটা জমজমাট সেমিনার হতে পারে, যেখানে কবি থেকে কাক সবাই উপস্থিত থাকলো আর প্রকৃতি নিয়ে স্পীচ দিলেন ওয়ার্ডস ওয়ার্থ! কেউনা আমি আসলে কেউনা কোনকালে কেউ ছিলামও না, আমার আরেকজন কেউনা দরকার দুই কেউনা মিলে আগামী শীতে সূর্যস্নানে যাব। গিট্রু - ০০১

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।