আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শেকৃবি’র মেধাবী ছাত্রীর

আমার ব্লগে স্বাগতম রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত বিভাগের মেধাবী ছাত্রী রোশনা আফরোজ রীলা শিকার হলেন সড়ক দূর্ঘটনা নামক কালো ছোবলের। মূলসংবাদঃ মঙ্গলবার বিকেল ৫টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে দ্রুতগতিতে চলা একটি মাইক্রোবাস পেছন থেকে রোশনার রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। রক্তাক্ত অবস্থায় রোশনাকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার সন্ধ্যায় দিকে তিনি মারা যান।

অতপরঃ এই ভাবে অকালে ঝরে যাচ্ছে হাজারো মেধাবী মুখ। আমাদের অগোচরেই ঘটে যাচ্ছে অসংখ্য সড়ক দূর্ঘটনা। অথচঃ মিডিয়া এই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে ছাত্ররা উত্তেজিত হয়ে কয়েকটা গাড়ি ভাংচুর করে প্রতিবাদ জানিয়েছে, সেটিকেই বড় করে তুলে ধরছে। প্রত্রিকার শিরোনামগুলো দেখুনঃ প্রথমআলোঃ ছাত্রীর মৃত্যু, শেরেবাংলার শিক্ষার্থীদের ভাঙচুর বিডি নিউজ২৪- ছাত্রী নিহতের জেরে গাড়ি ভাংচুর বাংলা নিউজ২৪- বাস চাপায় শেকৃবি ছাত্রী নিহত, বিক্ষুব্ধ ছাত্রদের গাড়ি ভাঙচুর মজার ব্যাপার-বাংলা নিউজে নিহতের নামটাই পরিবর্তন করে দিয়েছে! বিগত বছরের সড়ক দূর্ঘটনার পরিসংখ্যানঃ আসুন দেখি বিগত কয়েকটি বছরের সড়ক দূর্ঘনার ভয়াবহ পরিসংখ্যান, সাল______নিহত______আহত/পঙ্গু ১৯৯৪_____৩০১৩_____২৭৩৫ জন ১৯৯৫_____১৬৫৩_____২৮৬৪ " ১৯৯৬_____২০৪১_____৪০৭৬ " ১৯৯৭_____৩১৬২_____৩৯৯৭ " ১৯৯৮_____৩০৮৫_____৩৪৫৩ " ১৯৯৯_____৩৩১৪_____১৯১১ " ২০০০_____৩৪৩০_____৩১৭২ " ২০০১_____৩১০৯_____৩৬০৭ " ২০০২_____৩৩৯৮_____৩০৭০ " ২০০৩_____৩৩৮৯_____৩৮১৮ " ২০০৪_____২৯৬৮_____২৭৫২ " ২০০৫_____৩১৮৭_____৩৭৫৫ " ২০০৬_____৩১৯৩_____২৪০৯ " ২০০৭_____৩৭৪৯_____৩২৭৩ " ২০০৮_____৩৭৬৫_____৩২৮৪ " ২০০৯_____২৯৫৮_____২৬৮৬ " ২০১০_____১৭৭৩_____১৮৯৯ (কেবল জুন পর্যন্ত) তথ্যসূত্রঃ সড়ক দূর্ঘটনা: ‘দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা’ এরপরও কি সরকারের টনক নড়বে না? আমাদের মত সাধারন মানুষের প্রশ্ন__ আর কত?? আজ আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার থেকে অকালে ঝরে গেল আরেকটি প্রাণ। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

আল্লাহ! আপনি তাকে বেহেস্ত নসিব করুন। (আমিন)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।