আমি উঠে এসেছি সৎকারবিহীন ঝাঁকড়া চুলের নারকেল গাছের পাতায় বাতাসের কলহে বিব্রত ঝরে পড়ে চাঁদ। অনিদ্রায় ক্লান্ত রাত এখন দুঃখিত, অনুতপ্ত ভীষণ... ক্ষমাপ্রার্থনায় প্রাণপণে ঝুলে পড়ে ঘড়ির কাঁটায়। কয়েক ফোটা আলোয় বিবর্ণ দিগন্তে মেলায় ঝাপটানো ডানার শন্দ, সচকিত নিশাচরের সুতীক্ষ্ণ হুংকার, আর ঘোলাটে ছায়াদের পদধ্বনি। টের পাই, বেঁচে আছে কেউ কেউ। রাত্রিকে তবু ক্ষমা করে দেয়া যায়, কিংবা মুখবন্ধ খামে লুকিয়ে ফেলা যায় ছায়াদের শরীর। চোখ বুঁজে মেঘের শরীরে বুড়ো আঙুলের ছাপ এঁটে ডুবে গেলে কল্পনায়, প্রতিশ্রুতি মিলে যায় একই দিনে দুটো সুর্যোদয়ের। অথচ, এখনও বসে আছি ঝুল বারান্দায়; শুধু দু'টো শব্দের প্রতীক্ষায়। 03:14 AM Aug, 2012
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।