আমাদের কথা খুঁজে নিন

   

এই যে জনরোষ, এই যে বিক্ষোভ এটাতো আদতে সাম্রাজ্যবাদের প্রতি মানুষের ঘৃনারই বহিঃপ্রকাশ

যালিম হয়ে বেচে থাকার চেয়ে মযলুম হয়ে মরাও উত্তম অনেকে দেখছি ব্লগে, টুইটারে, ফেসবুকে ইসলাম অবমাননাকারী ভিডিওর প্রতিবাদ জানানোর সমালোচনা করেই যাচ্ছে । আমাদের সংযত হওয়া উচিত, শান্তিপূর্ন উপায়ে প্রতিবাদ জানানো উচিৎ , ব্লা ব্লা ব্লা । কিন্তু এই যে জনরোষ, এই যে বিক্ষোভ এসব হচ্ছে পশ্চিমের প্রতি মানুষের অনাস্থা জ্ঞাপন । ভিডিওটা একটা উপলক্ষ মাত্র । যেকোন মনোবিজ্ঞানীও আমার ধারনা একই কথাই বলবে - এসব বিক্ষোভ এই ভিডিওটা বের না হলেও হতো ।

কোন না কোন ইস্যুতে পশ্চিমের প্রতি মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করতোই এবং করবেই । এটা দীর্ঘদিনের সাম্রাজ্যবাদীদের শাসন , নিপীড়নের প্রতি মানুষের মিডল ফিংগার দেখানো , আর কিচ্ছুনা । বিক্ষোভতো শুধু দাড়ী টুপি ওয়ালারাই করছেনা , আরো অনেক দর্শনের মানুষও এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে । শ্রেনীকক্ষ এমন একটা যায়গা যেখানে ছাত্ররা থাকবে, শিক্ষকরা লেকচার দিবে । সেই ছাত্ররাই যখন ক্লাস বর্জন করে, তখন শিক্ষক থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য সবাই বিচলিত হয় বইকি ।

অভিভাবকেরাও বিচলিত হয়, কারন ক্লাস বর্জন কোন স্বাভাবিক ঘটনা না । এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ছাত্রের অনাস্থাই প্রকাশ পায় । মানুষ যখন রাস্তায় নেমে এসে সরকার বিরোধী বিক্ষোভ করে তাতে সরকারের প্রতি মানুষের অনাস্থাই প্রকাশ পায় । একটা ওয়েবসাইট বন্ধ করে দেওয়াও কোন স্বাভাবিক ঘটনা । একটা ওয়েবসাইট চালু থাকবে, মানুষ একসেস করবে ।

কিন্তু একটা ওয়েবসাইট যখন মানুষ বন্ধ করে দেয় বা বন্ধ করে দেওয়ার দাবী জানায় তখন সেটা অস্বাভাবিক ঘটনা বইকি । এই যে গনরোষ তা আদতে সাম্রাজ্যবাদের প্রতি মানুষের ঘৃনারই বহিঃপ্রকাশ । দাড়ি, টুপিওয়ালারা এইসব বিক্ষোভে আছে বলেই একে বাঁকা চোখে দেখার কোন কারণ নেই ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।