আমার আমি কে খুঁজি ওরে ও পথ ভোলা , তুই জাসনে ও পথে যে পথে তাহার বিচরন। তোর হৃদয় এ সে ভাসে, আর তাহার হৃদয়-এ কে ভাসে ওরে ও পথ ভোলা , তুই জাসনে ও পথে যে পথে তাহার বিচরন। এত দিন এত সময় পার করলি এক সাথে তাহার পরে ও তাহার মনে কাহার বসত আহারে। বুঝতে গিয়ে ও বোঝা হয়নি,তাহারে ওরে ও পথ ভোলা , তুই জাসনে ও পথে যে পথে তাহার বিচরন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।