আমাদের কথা খুঁজে নিন

   

এক টুকরো বিদেশ জীবন... পর্ব-১

আমি মূলত পাঠক, ক্লান্তিহীন পড়ে যেতে পারি ঘন্টার পর ঘন্টা। আর সেজন্যই ব্লগে আসা। এখন পর্যন্ত সেরকম ভাবে কিছু লেখার চেস্টা করিনি, মোটামুটি নিশ্চিত যে আমাকে দিয়ে লেখা হবে না তবুও ইচ্ছা হলো কিছু লিখি। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাড়ায়। ২০১০ সাল, জানুয়ারী মাস।

লন্ডনে সবচেয়ে বেশি ঠান্ডার সময়। অন্য সবার কথা জানিনা কিন্তু আমার মনে হয় ঠান্ডা একটু বেশি লাগে। আমি কাজ করতাম ম্যাকডোনাল্ডস এ রাত এর শিফট এ। আমাদের স্টোর টা একদম লন্ডন শহরের প্রানকেন্দ্রে হওয়াতে সব সময় কাস্টমার গিজগিজ করত, এর মধ্যে অনেকে আবার টুরিষ্ট। গত দুইদিন ধরে বৃষ্টি হচ্ছে সাথে আজকে যোগ হয়েছে তুষার ও।

যখন কম্বলের নিচে ঘুমটা ভালই জমে উঠেছিল ঠিক তখনই বেরসিক মোবাইলের এলার্ম এ ঘুমের বারটা সময় দেখলাম। সাড়ে আটটা বাজে। নয়টার মধ্যে বেড়িয়ে পরলাম, এই আবহাওয়ায় বাসের জন্য অপেক্ষা করার কোন মানে নেই, ষ্টেশনে হেটেই যাব ঠিক করলাম। ওয়েদার রিপোর্ট এ তাপমাত্রা দেখেছিলাম -১ । দশমিনিট পরে যখন ষ্টেশনে পৌচ্ছালাম, আফসোস হচ্ছিল আমার কম্বল আর ল্যাপটপটার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।