আমাদের কথা খুঁজে নিন

   

আমার সুখ তোমায় দিয়েছে দুঃখ আজ আমি বুঝেছি।

প্রদীপ হালদার,জাতিস্মর। আমার সুখ তোমায় দিয়েছে দুঃখ আজ আমি বুঝেছি আমি ভালো থাকি চাও নি তুমি কান পেতে শুনেছি। আমার কথা তোমায় দিয়েছে ব্যথা আজ আমি জেনেছি আমি সুখে থাকি মেনে নিতে পারো নি মন নিয়ে খেলেছি। প্রতিদিন আমার সামনে তুমি নয়তো তোমার সামনে আমি রয়েছি কথা বলা না বলার মধ্য দিয়ে জীবনটাকে আঘাতে আঘাত করেছি। তুমি আর আমি থাকবো না চিরদিন সময়ের কাছে হার মেনেছি তোমাতে আমাতে এত ব্যবধান জেনেও আমি কি কখনো ঘৃণা করেছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।