আমাদের কথা খুঁজে নিন

   

YOUTUBE পুনরায় চালু: কিছু চিরায়ত বিবৃতি :p

স্বপ্নবিলাসি বলেই বেচে আছি Youtube বাংলাদেশ থেকে পুনরায় এক্সেস করা যাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত খুশীর খবর। এবার জেনে নেই এই ব্যাপারে রাজনৈতিক দল এবং বিশিষ্ট জনের বিবৃতিসমূহ ঃ সরকারি দলঃ ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার বরাবরই বদ্ধ পরিকর। এই লক্ষ্যে সরকার নিরলস কাজ করে যাচ্ছে , তারই অংশ হিসাবে বাংলাদেশে পুনরায় ইউটিউব চালু করার সিদ্ধান্ত নেয়া। ইন্টারনেটের অতিরিক্ত দাম প্রসঙ্গে জানতে চাইলে বলা হয় “ ইউটিউব দেখা কমান,ব্যান্ডউইথের উপর চাপ কমান" ।

বিরোধী দলঃ সরকার আমাদের “কঠোর” আন্দোলন বানচাল করার অংশ হিসাবে ইউটিউব বন্ধ করে দিয়েছিল, জনগন সরকারের এই স্বেচ্ছাচারিতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। "এনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে দুইটা ইউটিউব চালু করে দিব" । হেফাজতে ইসলামঃ "ইউটিউব চালু করে সরকার আবারও প্রমান করল এই সরকার নাস্তিক মুরদাতের সরকার " সরকারকে হুঁশিয়ারি করে বলা হয় "আপনারা কিভাবে ইউটিউব দিয়ে ইন্টারনেট চালান, সেটা আমরা দেখে নেবো" । এরশাদ কাক্কু বলেন "ইউটিউব বন্ধ করে আমাকে তথা আমার ভাইদেরকে (লুলরা সবাইকে লুল ভাবে) যে কষ্ট দিয়েছে তার চরম খেসারত দিতে হবে সরকারকে। বিশ্বস্ত সুত্রে জানা গেছে ইউটিউবে লুলপ্রিয় বাংলা নাচ দেখতে না পেরে দীর্ঘ বিনিদ্র রজনী অতিবাহিত করেছেন" এই লুল প্রেসিডেন্ট ।

সুশীল সমাজঃ এক সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে মিশ্র প্রতিকিয়া জানিয়ে বলে , "সরকার বিচ্ছিনভাবে বাক স্বাধীনতা তথা অবাধ তথ্য প্রবাহে যে বাধা দিয়েছিল ইউটিউব পুনরায় চালু করার মাধ্যমে সে অপচেষ্টার অবসান হতে শুরু করেছে" । এদিকে, এই বিষয়ে জানতে চাইলে লাক্স সুপার স্টার খ্যাত তারকা মাহজাবিন বলেন “ সরকার এত্তগুলো ভালো’ আরেক সেলিব্রেটি মঠেল আরিফ খান উল্লাসিত কন্ঠে বলেন “যাক অবশেষে আমার মঠেলিঙ্গের ভিডিও গুলো ইউটিউবে আপলোড করতে পারব, বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখবে আমার আর টম কুজের পার্থক্য” । যুক্তরাষ্ট্রে অবস্থানরত আরিফিন রুমির কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন "ইউটিউব পুনরায় আসছে ভালই হল, তয় এটা বিবাহিতা নাকি অবিবাহিতা ? এদিকে জনপ্রিয় ফেইবুকার আরিফ আর হোসাইন এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন, তিনি বিনয়ের সাথে বলেন "যেখানে মঠেল আরিফ খান এবং আরেফিন রুমি বিবৃতি দিয়েছেন সেখানে আমি আরিফের কথা থাকতে পারেনা" :p ডিস্ক্লেইমারঃ নিছক স্যাটোয়ার , কেউ শারীরিক কিংবা মানুষিক আঘাতপ্রাপ্ত হলে আমি দায়ী নই । । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।