আমাদের কথা খুঁজে নিন

   

আধ খাওয়া এক সিগারেটে

জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি। ব্যাস্ত শহরে ক্লান্ত আমি, হাঁটছি পথে নিয়্ন আলোয়, থামছি হঠাৎ চায়ের কাপে, আধ খাওয়া এক সিগারেটে, ভ্রান্ত কথার পথিক আমি, কথার পিঠে কথা সাজাই, মিথ্যা রঙের রংধনুতে নিজের স্ব্প্ন নিজে হারাই, রুপকথার এই নিয়্ন আলোয় দিচ্ছি পারি ভ্রান্ত বাড়ি। আবার হয়তো ছুটবো হঠাৎ,নিয়ে আমার রঙের গাড়ি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।