আমাদের কথা খুঁজে নিন

   

RAG খাইলাম (কিঞ্চিৎ লজ্জাজনক ) ১৮+ / ২১-

তোমার অপেক্ষায় কেটে যাবে দিনের পর দিন, বছরের পর বছর। হয়তো একদিন জানব কিংবা জানব না যে তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না............। কোন কাজ হইল এইটা ?? আমার ছেয়ে ছোট পোলাপাইন আমারে ধইরা RAG দিল। তাও আবার ৭ বার কানে ধইরা উঠা বসা করাইয়া । কোন দুঃখে যে ইয়ার লস দিলাম, আমার সব বন্ধুদের পড়াশুনা প্রায় শেষ আর আমার আবার শুরু। কোন মেয়েরে i love you বলতে বলত সেটা কোন সমস্যা ছিল না। কিন্তু এইভাবে ইজ্জত - সম্মানের বারোটা বাজাইয়া দিসে পোলাপাইন গুলা। আবার প্রতিবাদ করসিলাম বলে অতিরিক্ত ৭ বার করাইছে । রাগে শরীর দিয়া ধুয়া বাইর হইতাসে, হাল্ক ভাইয়ের মত কেন যে হইলাম না আফসুস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।