আমাদের কথা খুঁজে নিন

   

এই ছেলে মন নেবে ?

আমি মো:সৌরভ, ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন বিস্তীর্ণ উজানে একলা হয়ে বসে থাকি । এই ছেলে মন নেবে?নাও টাকা আছেতো তা হলেই হাত বাড়াও। পারবেতো সকল চাহিদা পূর্ণ করতে? আমি পারবোনা কোনো দূঃখ সইতে আমি পারবোনা ছিড়া কাথায় শুয়ে স্বপ্নের হিমালয় গড়তে। আমি পারবোনা দু’চোখে অশ্রু সাগর বইতে আমার তো সুখ চাই আকাশের মত বিশাল হবে আমার সুখ আমার আঙ্গিনায় যদি সারাক্ষন ধরে রাখতে পারো ঐ চাঁদ তা হলেই তোমার ডাকে আসবো আর চিরদিন তোমাকেই ভালো বাসবো। "আমি জানি না,কবিতাটি কার লেখা। কিন্তু এতোটা ভালো লেগেছে যে,আপনারদের সাথে শেয়ার করলাম।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।