আমাদের কথা খুঁজে নিন

   

শেষ বর্ষা

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে শেষ বর্ষা অডিও লিংক https://soundcloud.com/aytnihca/3xhhmihk39hx বাতাসের গায় পথ খুঁজে যায় ঠিকানা কোথায় পাবে সে শেকড়ের টান ঘিরে অভিমান পাতা উড়ে যায় আকাশে আকাশের পথ মেঘেদের রথ ডানা মেলে দেয় হাওয়া বাতাসের দিন ঠিকানাবিহীন শুধু উড়ে উড়ে যাওয়া বুকে জমে তোর স্মৃতিজল ঝরঝর ধারা টলমল বুড়ো মর্মর শুকনো পাতা ভিজে ভিজে যায় বাতাসে হঠাৎ ঠিকানা মাটির বিছানা ফিরতেই হয় শেষে মায়াবী আদর ঘুমের চাদর জড়ানো অচিন দেশে ভাল থেকো মেঘ ‘মেঘদল’ বুকে নিয়ে কাল স্মৃতিজল অবগাহনের শেষ কবিতা মেশে বর্ষার সুবাসে [এ গানের বিষয়বস্তু উইলিয়াম কার্লোস উইলিয়ামস এর 'উইলো পোয়েম' অনুসরণে। একবার রবীন্দ্রনাথ ঠাকুরকে কে যেন খবর দিলেন- উইলিয়ামস তো আপনার কবিতার দারুণ ভক্ত। কবিগুরু হেঁয়ালি করে বলে উঠলেন- ওই যে আসবাবপত্রের কবি ?]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।