রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে ... আমেরিকান পণ্য বর্জন করার জন্য সবাইকে আহ্বান করতে করতে মুখের ফেনা তুলে ফেলছেন?
সেই আহ্বান টা করছেন ফেসবুকে হা হা হা ...ফেসবুক টা ব্যবহার করছেন মজিলা ফায়ার ফক্সে , সেই ফায়ার ফক্স টা ব্যবহার করছেন windows OS এ
windows OS টা যেই মেশিনে চলতেসে সেটার মাদার বোর্ড টা ইন্টেল এর ...
ওহ আপনি পিসি-ই ব্যবহার করবেন না এখন? মোবাইলে আহ্বান করবেন? হে হে হে ওখানে android, iOS...
তাহলে কি করবেন এখন? মধ্য যুগে ফেরত যাবেন? ভেবে দেখেন?
নবীকে অবমাননা করেছে কে? একজন নাম না জানা ডিরেক্টর (জীবনে আর কোনো ছবি সে বানিয়েছে নাকি শুনি নি যদিও) ।
যদি কেউ সেই ভিডিও টা দেখে থাকেন, তাহলে দুর্বল নির্মান শৈলী, গাজাখুরি স্ক্রিপ্ট এসব পর্যালোচনা করলে সিন্ধান্ত নিতে দেরী হবে না , কাক যেমন পাখি, সেও তেমন ডিরেক্টর ।
এটা অনেক টা ৫/৭ জন মিলে ১ টা হ্যান্ডি ক্যাম নিয়ে যা ইচ্ছা একটা কিছু ভিডিও করার মত , এরকম কয়েকটা ইয়ো ছেলে মেয়েরা একজায়গায় হলেও করে, মিউজিক ভিডিও না কি যেন বলে এটাকে ওরা । ওই ইয়ো মিউজিক ভিডিও যেমন বেইল দেন না, এই কুনির্মিত গাজাখুরি ভিডিও টাও overlook করতে পারতেন না? আপনারাই তো ছবি হিট করাই দিলেন । কোন আবালের দায় রাষ্ট্র কেন নেবে? তারপরও ওবামা সাহেব, হিলারি আফা ক্ষমা প্রার্থনা করেছেন ।
তারপর এত চুলকানির তো কোনো মানে হয় না। ইউ টিউব এ "ফামিলি গাই" ১ টা সিরিজ আছে , ওখানে যিশুর ডিনার এর ১ টা ভিডিও দেখবেন, কেমনে পচাইসে । কই, এটার জন্য তো এত ধ্বংসযজ্ঞ চালায় নাই কেউ.... সমালোচলা গ্রহণ করতে শিখেন , মুখে খালি শান্তির ধর্ম বলে ফেনা তুললেই শান্তি হেটে হেটে চলে আসে না ।
লিবিয়া তে আমেরিকান এম্বাসিতে হামলা করে লোক মেরে ফেলে, বায়তুল মোকারমে জুমা পরে রাস্থা ঘাট দখল করে নারায়ে তাকবির বলে ওই ডিরেক্টরের কি ক্ষতি টা করতে পেরেছেন? ক্ষতি যা হচ্ছে নিজের হচ্ছে ।
ভাবতে শিখুন বুঝতে শিখুন , নইলে নিন্দুকরা যেই অপবাদ দেয় সেটা থেকে কখনো বের হয়ে আসতে পারবেন না ।
অনুরোধ:
নাস্তিক ভাইয়েরা : মজা নিয়েন না।
যুক্তিবাদী ভাইয়েরা : মতামত জানান ।
ভুদাই মুমিন : মাফ করে দেন, আরো কিছু দিন বাচতে চাই, আপনাদের বিপরীতে গিয়েছি বলে প্রাণ ভিক্ষা চাই । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।