মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।
মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ২০ লাখ আইফোন ৫ কেনার জন্য অগ্রিম বুকিং দিয়েছেন ক্রেতারা, যা গত বছরে বাজারে আসা আইফোন ৪এসের দ্বিগুণ। খবর রয়টার্সের।
মাত্র এক ঘণ্টায় ২০ লাখ আইফোন বিক্রির রেকর্ড আগের কোনো অ্যাপল পণ্যই অর্জন করতে পারেনি বলে অ্যাপলের একটি সূত্র জানিয়েছে। প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ফিলিপ শিলার জানিয়েছেন, প্রথম দিনেই আইফোন ৫ প্রিঅর্ডারের অভূতপূর্ব সাড়া, সত্যিই এক বিশাল অর্জন। তিনি বলেন, ১২ সেপ্টেম্বর আইফোন ৫ বাজারে আসার পর প্রচুর সাড়া ফেলেছে। অ্যাপল প্রত্যেক অনলাইন ক্রেতার কাছে দুটির বেশি আইফোনের অর্ডার নেয়নি। ২১ সেপ্টেম্বর থেকে যুক্তরারে অ্যাপল স্টোরগুলোতে আইফোন ৫ বিক্রি শুরু হবে।
এদিকে, প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, আইফোন ৫ কিনতে যুক্তরাষ্ট্রের অ্যাপল স্টোরের সামনে আগেভাগেই লাইন দিতে শুরু করছেন ক্রেতারা।
আইফোন ৫-এ রয়েছে ৪ ইঞ্চি মাপের এইচডি রেটিনা ডিসপ্লে, এ৬ প্রসেসর, ন্যানো সিম ও ফোরজি এলটিই সমর্থন করে এমন প্রযুক্তি। আনলক আইফোন ৫-এর ১৬ গিগাবাইট মডেলটির দাম ৬৪৯ ডলার, ৩২ গিগাবাইট মডেলের দাম ৭৪৯ ডলার ও ৬৪ গিগাবাইট মডেলের দাম ৮৪৯ ডলার।
এদিকে আইফোন ৫ বিক্রির রেকর্ডের খবরে তরতর করে বেড়েছে অ্যাপলের শেয়ারের দাম। আইফোন বাজারে আনার ঘোষণা দেওয়ার সময় অ্যাপলের প্রতিটি শেয়ারের দাম ছিল ৬৭০ ডলারের কাছাকাছি।
আইফোন পাঁচ বিক্রির রেকর্ডে অ্যাপলের শেয়ারের দাম প্রথমবারের মত ৭০০ ডলার ছুঁয়েছে
সূত্রঃ প্রথম আলো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।