সেই শরতে—এই শরতে ডা.সুরাইয়া হেলেন এই তো গত শরতে তুমি ছিলে মেঘের পরতে পরতে ! ছিলে পেঁজা-তুলো মেঘ কাশফুলে এসেছিলে ভালোবাসায় জীবন রাঙাতে ! ছিলাম তোমার হৃদয় পর্বতে এই তো সেদিন গত শরতে ! খুশি আনন্দে সাজিয়ে সুবাসিত করেছিলে প্রতি মুহূর্তে ! আজ এই শরতে আমায় ছেড়ে চলে গেছো পৃথিবীর কোন সুদূর প্রান্তে? তোমার এতো ভালো লাগে আমাকে কাঁদাতে ? আমায় ছেড়ে দূরে দূরে থাকতে? আমার কাছ থেকে হারিয়ে যেতে ? আমায় ফাঁকি দিয়ে লুকিয়ে থাকতে ? আম তো পারি না তোমায় ভুলতে ! খুঁজে ফিরি সুনীল আকাশে জলহীন মেঘের পরতে পরতে ! কাশফুল পেঁজা-তুলো মেঘের ভেলাতে এই শুভ্র সুন্দর ঝকমকে নীল রঙা শরতে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।