আমাদের কথা খুঁজে নিন

   

শেষ পর্যন্ত আনব্যান হইলাম !

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility আপনার একাউন্টটি স্থগিত করা হয়েছে উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনার একাউন্টটি স্থগিত করা হয়েছে। এই মর্মে আমার একাউন্টটি ব্যান করা হয়েছিল । সম্পূর্ণরূপে না হলেও আমাকে পোষ্ট করা থেকে বিরত রাখা হয়েছিল ! সম্ভবত কোন নাস্তিক মডুর কারবার এটা । কারণ কিছু নাস্তিক ব্লগারের পোষ্টে মৌন প্রতিবাদ করেছিলাম । মোটেও কদর্যপূর্ণ নয় ! কিন্তু ব্লগে আমাকে কোন প্রকার নোটিশ প্রদান করা হয় নি ।

প্রথমে জেনারেল, ওয়াচ এর পর না হয় ব্লক । কিন্তু ডাইরেক্ট এ্যাকশন ! পড়ে ইয়াহু মেইল চেক করে দেখি একটি চিঠি আসে ! dear blogger, your Post Ban access has been temporarily banned for 1 days due to violation of the blog rules. the blog rule attached and pasted, 2c. if we see too many post about the same topic we may remove some or all of them in order to maintain diversity on the front page. ২গ. প্রথম পাতার বৈচিত্র রক্ষার্থে একই বিষয়ে বহু সংখ্যক পোস্ট থাকলে তার কয়েকটি অথবা সবগুলোই সরিয়ে দিতে পারি । কিন্তু কথা হল যদি আমার শেষ ইংরেজী বিবরনের পোষ্টটি ভুলবশত ফ্লাডিং এর মত হয়ে থাকে তাহলে ১ টি রেখে বাকি গুলো মুছে ফেলতে পারত । ভুলবশত বললাম কারণ আমার নেট খুবই খারাপ তাই একাধিক মাউস টিপি বা হ্যাং এর কারনে মাল্টি পোস্ট হতে পারে যা হয়ত আমি খেয়াল করি নাই । কিন্তু মডুরা তো বুদ্ধিমান প্রানী ! তাদের বোঝা উচিত ছিল যে পোষ্টি ব্যবসায়িক নয় বিজ্ঞাপনেরও নয় ।

এমনকি হিটাকাঙ্খীও নয় । সুতরাং ভুল কিছু একটা হতে পারে ... তাই নয় কি ? এই বলে মান সম্মান এর মাথা খেয়ে ঘাড় ধরে ... ব্লক ! আমি আসলেই মর্মাহত । আমার এক বন্ধু সে অন্য ব্লগের ব্লগার , প্রাথমিকভাবে সামুতে ছিল কিন্তু সামুর ব্যবহারে ক্ষুব্ধ হয়ে ব্লগ সাইট পরিবর্তন করে । কিন্তু তবুও তার সাথে আমি সামুর মডারেশন বিভাগকে স্বচ্ছ হিসেবে প্রকাশ করে তর্ক করতাম ! কিন্তু হায়, আমিই আজ সামুর বির্তকিত মডারেশন প‌্যানেল এর স্বীকার ! জানাপুর বা আমাদের প্রিয় সামুর মডুদের গোষ্ঠি উদ্ধার করলাম না । অনেক কিছুই বলতে পারতাম ।

কিন্তু ভাষা হারিয়ে বোবা হয়ে রইলাম ! কিন্তু ব্লগার সুখী পাগলাকে ধন্যবাদ বিশেষ ভাবে । উনি তাতক্ষনিক একটি পোষ্ট দিয়ে সকল ব্লগারের সামনে আমার সমস্যাটি তুলে ধরেন । আরও ধন্যবাদ ১. ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০১ সমস্যাটা কী? বলেছেন: এইটা কি শুরু হল??? :-* :-* :-* ২. ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৬ লিন্‌কিন পার্ক বলেছেন: উনি ভাল ব্লগার এবং অনেক পুরাতন ব্লগার ! বুঝলাম না কেন ব্লক করল । ৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১১ তামিম ইবনে আমান বলেছেন: ( ( ( মডু ৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৬ রাফাত নুর বলেছেন: দুক্ষজনক। ৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৬ হাসান মাহবুব বলেছেন: যাদের ব্লক করার কথা তাদের করে না, রিফাত হোসেনের মত নিরীহ ব্লগাররে ব্লক করে।

আশ্চর্য! ৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৮ অদম্য১২৩৪ বলেছেন: উনি ভাল ব্লগার এবং অনেক পুরাতন ব্লগার ! বুঝলাম না কেন ব্লক করল ৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪০ রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: নিকের মায়া নাই? আপ্নেরে যখন ব্লকাইবো তখন টের পাইবেন। সামু'র মডু কখনো জবাবদিহি করে না, জবাবদিহি চায়। মনে রাইখেন। ৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৩ সীমানা ছাড়িয়ে বলেছেন: রিফাত হোসেনের মত ভদ্র এবং কারো সাথে পাচে না থাকা ব্লগার ব্লক??? অথচ ইসলাম এবং মুসলিমদের গালিগালাজ করে কত আবাল ব্লগার দিব্যি টিকে আছে। আজব!!! ব্লক করার আগেই মনে হয় সামু ছেড়ে চলে যেতে হবে।

৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৩ অপু তানভীর বলেছেন: আমি এখনও ব্লক, বিনা দোষে বন্দী !! ১০. ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৯ রাশেদ হাসান নোবেল বলেছেন: ব্লক তুলে নেওয়া হোক । ১১. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৫ চেয়ারম্যান০০৭ বলেছেন: গতো ১ মাস যাবৎ সামুতে মাল্টি নিকের আসর বসেছে। এরা বিভিন্ন আক্রমনাত্নক পোস্ট দিলে,গালিগালাজে ভরা কমেন্টস করলে সমস্যা নাই,রিপোর্ট করলেও কাজের কাজ কিছুই হয়না। আর রিফাত ভাইয়ের মতোন নিরীহ ব্লগার কে ব্যান করা হলো। এর নিন্দা জানাই।

সেই সাথে অবিলম্বে উনাকে আনব্যান করার জন্য মডারেশন প্যানেল কে অনুরোধ করছি। ১২. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৯ জেমস বন্ড বলেছেন: | | বলেন কি ? এটা কিন্তু ভাল হয়নি ১৩. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১০ জর্জিস বলেছেন: হোয়াট দ্যা .... ! ১৪. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১১ মাক্স বলেছেন: ব্যাপারটা দুঃখজনক। ১৫. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৫ ৈসকত ইসলাম বলেছেন: যাদের ব্লক করা উচিত তাদের না করে ,,,, রিফাত ভাই এর মত নিরিহ ব্লগার কে ব্লক করার মানে কি ? ১৬. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২০ rasel246 বলেছেন: অবিলম্বে উনাকে আনব্যান করার অনুরোধ করছি। ১৭. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩২ আরজুপনি বলেছেন: রিফাত হোসেন কে তো ভালো ব্লগার বলেই জানি, ...উনার সাথে এমন করার কারণ কি??!! | ১৯. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৯ প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: সত্যিই অবাক কান্ড, সামুকে কি ভুতের আছর করলো? ২০. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩০ নাফীস কাজী বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: গতো ১ মাস যাবৎ সামুতে মাল্টি নিকের আসর বসেছে। এরা বিভিন্ন আক্রমনাত্নক পোস্ট দিলে,গালিগালাজে ভরা কমেন্টস করলে সমস্যা নাই,রিপোর্ট করলেও কাজের কাজ কিছুই হয়না।

কথা সত্য। কবর থেকে ঊঠে এসে গালাগালি শুরু করছে । আর আমেরিকার ঐ মুভির ঘটনার পর থেকে, সামু থেকে লাত্থি দিয়া বাইর করা নাস্তিকেরা তাদের মাল্টি নিক নিয়া হুমড়ি খেয়ে পড়েছে। সকাল-সন্ধা ইসলামকে গালি দিচ্ছে, রিপোর্ট করলেও কিছুই হয়না । ((( রিফাত ভাইকে জিজ্ঞাস করেন , কোন নাস্তিকের বিরুদ্ধে রিপোস্ট করছিল নাকি ??? ........... কারনে গেচিপ-রে রিপোর্ট করে অনেকেই নিক হারাইছিল।

/// ২১. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৪ নানাভাই বলেছেন: ব্যাপারটা দুঃখজনক। ২২. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৯ রবি_জল বলেছেন: কারন ছাড়া ব্লক ফাইজলামির উদাহরণ !! নয়া মডু আসছে মনে হৈ। তাই পুরানদের জেলাস ( ২৪. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৩ হিবিজিবি বলেছেন: উনার মতো একজন ব্লগারকে কেন ব্লক করলো কিছুই বুঝলাম না! উনার সাম্প্রতিক পোস্ট বা মন্তব্য কোথাও তো ব্লক করার মতো কিছু পেলাম না!! অবিলম্বে উনাকে আনব্যান করার অনুরোধ করছি। ২৫. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৫১ স্বাধীকার বলেছেন: রিফাত হোসেনকে আনব্যান করার অনুরোধ করছি। ২৬. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৫৭ কামরুল ইসলাম রুবেল বলেছেন: রিফাত হোসেনকে আনব্যান করার অনুরোধ করছি।

২৭. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪২ হিবিজিবি বলেছেন: এখনও ব্লক দেখাচ্ছে, নাকি ঠিক হয়েছে রিফাত ভাই? ২৮. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৮ কলির কৃষ্ণ বলেছেন: রিফাত হোসেনকে আনব্যান করার অনুরোধ করছি। ৩০. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪২ অচিন.... বলেছেন: ধেত, সামুতে এসব কি শুরু হয়ছে? ৩১. ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৩ শিপু ভাই বলেছেন: সবার দাবীর প্রেক্ষিতে কাইলকাই রিফাত হোসেন ভাইকে আনব্যান কইরা দিতাছি। আমার কোন অভিযোগ নাই সামুর মডুর কাছে যে কপি পেষ্ট, বিজ্ঞাপন, ১৮+,ধর্ম,রাজনীতি,দলগত নিয়ে উগ্র বা সুরসুরীমূলক মূলক পোষ্ট কেন মুছা হয় না বা তথাকথিত ব্লগারদের কেন ব্যান করা হয় না । হতে পারে তারা সামুর একটি অংশ ব্লগিং চাংগা রাখার সিন্ডিকেট বা সত্যিই তারা নেগেটিভ কর্মকান্ডের বা সমাজের অংশ । আর ভাল পোষ্ট আমি ঠিকই ফলোআপ তৈরী করে পড়ে নেই, এতে কেউ আমাকে বাধাতে দিতে পারবে না, সামু মডু নিজেও না ।

কিন্তু অহেতুক হয়রানী করে আমাকে ব্যান করে রাখবে ভয় ভীতি প্রদর্শন করে ! এটা আমি মেনে নিব না । সামু দুনিয়ার মধ্যে ১ টি মাত্র বাংলা ব্লগ না । যত বড়ই হোক, সামু নিজ গড়জে বলিয়ান নয়, পাঠক ও লেখক তথা সামুর ব্লগারদের গরজে বলিয়ান । তাদের যদি তারা সম্মান দিতে না জানে তাহলে সামু ইতিহাস হতে বেশী দিন নাই । সামুর কি সমস্যার শেষ আছে ? আধুনিক একটা ব্লগের এডিটিং থেকে সামুর এডিটিং মান্ধাতা আমলের ! হাজার বার স্ক্রলিং করা লাগে লেখা বোল্ড করতে ! ঠিকমত ড্রাফ্ট আার শত শত প্রিয় পোষ্ট গুছিয়ে রাখতে পারছি না ।

তবুও সব ভুলে সামুর সাথেই আছি ও ছিলাম .... এবং আশা করি সাথে থাকব । কিন্তু যদি ব্যান করে রাখে.. তাহলে ... যদি কেউ না আসে তবে একলা চলরে !... কিন্তু অনুরোধ সামুর কাছে ব্যান করার আগের আমার স্মৃতিবিজড়িত পোষ্ট গুলির একটা টেক্সট ভার্সন এর ব্যবস্থা কইরেন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।