আমাদের কথা খুঁজে নিন

   

কথা বলা জোড়া শব্দে

মনোয়ারা মণি বিন্দু বিন্দু শিশিরে ঘুমায় পাহাড় তির তির জল আনে প্রাণের সঞ্চার ঝিরি ঝিরি হাওয়া বয় কণকণে শীতে মিটি মিটি তারা জ্বলে আপনার গীতে হন হন হেঁটে চলা জীবনের পথে ঝন ঝন শব্দ শোনে হৃদয়ের রথে চিন চিন বেদনারা ভাবে আনমনে একা একা গায় গান বসে নিরজনে ফিস ফিস করে সদা পিছে পিছে ধায় ক্ষুদ্র ক্ষুদ্র আশাগুলো শুধুই কাঁদায় থরে থরে দুঃখ গুলো খিল খিল হাসে ধীরে ধীরে সুখগুলো ঘরে ফিরে আসে ভন ভন মৌমাছি মধু আহরণে ঝর ঝর বাদলের ভরা বরিষণে চুপি চুপি কানে কানে কত কথা বলা আগে নয় পাশে নয় সাথে সাথে চলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।