আমাদের কথা খুঁজে নিন

   

ভাল অ্যান্টিভাইরাস বাছাই করবেন কিভাবে? - বিটডিফেন্ডার

সামু কি ছিল, আর কি হয়ে গেল ! একটু ভেবে দেখেন তো, এমন কাউকে কি আপনি জানেন যিনি নিয়মতই ইন্টারনেট ব্যাবহার করেন কিন্তু ভাইরাস নিয়ে কোনই চিন্তা করেন না? গত দুই বছরে অনলাইন বা সাইবার অ্যাটাক এমন বৃদ্ধি পেয়েছে যে ভাইরাস নিয়ে চিন্তা করেন না এমন মানুষ পাওয়া একেবারেই দুস্কর। প্রতিদিনই নতুন নতুন ভাইরাস ইন্টারনেটে এমনভাবে ছড়িয়ে যাচ্ছে, আমাদের ফেসবুক আর টুইটার এমনকি গুগল সার্চ কোনটাই এখন আর নিরাপদ না। আপনার কম্পিউটার বা অফিস নেটওয়ার্ক অনেক ভাবেই ভাইরাস বা হ্যাকার দ্বারা আক্রান্ত হতে পারে। ফেসবুক, টুইটার আর গুগল সার্চের ফেইক লিঙ্ক তো বললামই, আরো আছে স্মার্টফোনের অ্যাপ, ইউআরএল শর্টেনিং সার্ভিস, ইমেইল আর অনলাইন বিজ্ঞাপন আর বহুল প্রচলিত ইউএসবি (পেন) ড্রাইভ। ভাল অ্যান্টিভাইরাসহীন কম্পিটারের জন্য প্রতিনিয়তই নতুন নতুন ফাদ পেতে তৈরী থাকে ভাইরাস/ম্যালওয়ার/ট্রোজান/স্পাইওয়ার/ফিশিং আর হ্যাকাররা।

বাংলাদেশে ভাইরাসের আক্রমন আরও অনেক বেশী ছড়ানো, এর মুল কারন হল দুর্বল/মেয়াদউত্তীর্ণ অ্যান্টিভাইরাস আর যত্রতত্র পেন ড্রাইভের ব্যাবহার। একটা উদাহরন দেই, নীলক্ষেত বা যেকোন প্রিন্টিং এর দোকানে আপনি এখন একটা কম্পিউটার পাবেন না যেটা ভাইরাস-ফ্রি। অথচ ওরা সবাই বহুল প্রচলিত একটা অ্যান্টিভাইরাস ব্যাবহার করে। কেন বিটডিফেন্ডার একটা ভাল অ্যান্টিভাইরাস সফটওয়ার ব্যাবহার করার এই প্রয়োজনীয়তা থেকেই বাংলাদেশে স্ফুরনল্যাবসের হাত ধরে বিটডিফেন্ডারের আগমন। স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আসবে, অন্যদের চেয়ে কেন বিটডিফেন্ডার সেরা।

এটার উত্তরের জন্যেই এই লেখা। এভিটেস্টের নাম অনেকেই শুনেছেন, এদের দ্বিমাসিক তুলনামুলক রিভিউকে সব অ্যান্টিভাইরাসই যথেস্ট গুরুত্ব সহকারে প্রচার করে, আবার অ্যান্টিভাইরাস রিভিউ ফিল্ডে বাইবেলও বলেন অনেকে। এদের লোগো দেখবেন সব অ্যান্টিভাইরাসই ব্যাবহার করে। আর এই এভিটেস্টের জানুয়ারী-ফেব্রুয়ারী, মার্চ-এপ্রিল, আর মে-জুন তিনটা রিভিউতেই বিটডিফেন্ডার ২০১২ আছে সবার উপরে এক নম্বরে। এভিটেস্টের সব টেস্ট রেজাল্ট পাবেন এখানে ।

লিস্ট থেকে প্রটেকশন রেটিং এর ভিত্তিতে সাজিয়ে নিলেই দেখবেন বিটডিফেন্ডারের র্যাrঙ্কিং। আরেকটা বহুল প্রচলিত রিভিউ সাইট হল টপটেনরিভিউজ ডট কম। সব ধরনের সফটওয়ার, হার্ডওয়ার বা সার্ভিসের রেটিং এর জন্য এর উপর অনেক মানুষ ভরসা করে থাকেন। টপটেনরিভিউজ এও বিটডিফেন্ডার প্রথম স্থানে আছে বেশ কয়েক বছর ধরে। মুল সুত্র দেখতে হলেঃ টপ টেন ইন্টারনেট সিকিউরিটি , টপ টেন অ্যান্টিভাইরাস , টপ টেন অ্যান্টিম্যালওয়ার ।

বা সরাসরি গুগলে Best rated antivirus লিখে সার্চ দিয়ে দেখবেন। ভাইরাস বুলেটিন , বা ভিবি১০০, এরকম আরেকটি সাইট যাদের অ্যান্টিভাইরাস রিভিউ সবাই গুরুত্বসহকারে প্রচার করে। এদের সাইট থেকে বিটডিফেন্ডার সহ অন্যদের তুলনামুলক টেস্ট রিপোর্ট আপনিও দেখতে পারেন। এভি কম্প্যারাটিভসের মার্চ-জুন ২০১২ টেস্ট রিপোর্ট দেখলেও আপনি বিটডিফেন্ডারকে সবার উপরেই পাবেন। আরো দেখতে পারবেন পিসি মাগের রিভিউ , সি-নেটের রিভিউ , বা বিটডিফেন্ডারের সব অ্যাওয়ার্ড একসাথে দেখার জন্য এখানে ।

আশা করি ইতিমধ্যে একটা ভাল ধারনা হয়েছে যে সারা বিশ্বই কেন আর কিভাবে বিটডিফেন্ডারকে সেরাদের সেরা অ্যান্টিভাইরাস বলে। আর সাধ্যে থাকলে কেনই বা আপনি সেরা অ্যান্টিভাইরাসের সাথে থাকবেন না? বিটডিফেন্ডার কিভাবে আপনাকে সুরক্ষিত রাখতে পারে আপনি যদি উইন্ডোজ এক্সপি/ভিসতা/সেভেন ব্যাবহার করে থাকেন তাহলে আপনার জন্য ভাল হবে বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি , কিংবা আরেকটু উচ্চতর বিটডিফেন্ডার টোটাল সিকিউরিটি । উইন্ডোজ ২০০০/২০০৩/২০০৮/এনটি সার্ভারের জন্য আছে বিটডিফেন্ডার সিকিউরিটি ফর ফাইল সার্ভার , আর অফিসের সব কম্পিউটার সেন্ট্রালী কন্ট্রোল করার জন্য বিটডিফেন্ডার ক্লায়েন্ট সিকিউরিটি । ম্যাক, লিনাক্স আর অ্যান্ড্রোয়েডের জন্য তো আছেই, বিটডিফেন্ডারের সব সল্যুশন একসাথে দেখার জন্য এখানে দেখতে পারেন। যেকোন সল্যুশনের সাথেই আপনি ৩০ দিন ফ্রি ট্রায়ালের সুবিধা পাচ্ছেন।

বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি সর্বাধিক প্রচলিত বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি একসাথে আপনাকে ১ থেকে ১০টি বা এর অধিক কম্পিউটারের জন্য সর্বশ্রেষ্ঠ সিকিউরিটি দিতে পারে। সেরা অ্যান্টিভাইরাস, অ্যান্টিস্পাইওয়ার, আর ফায়ারওয়াল সাপোর্ট তো থাকছেই, সাথে আপনি পাবেন দুর্দান্ত প্যারেন্টাল কন্ট্রোল, সন্দেহজনক সাইট অ্যালার্ট, আর সর্বোপরি আপনার ফেসবুক আর টুইটার অ্যাকাউন্টের সুরক্ষা। ১ গিগাহার্জ প্রসেসর আর ১.৫ জিবি র্যা ম থাকলেই আপনি চালাতে পারেন বিটডিফেন্ডার। বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি ফ্রি ট্রায়াল ডাউনলোডের জন্য সরাসরি এখানে , আর মার্কেটের অন্যান্য অ্যান্টিভাইরাসের সাথে তুলনা দেখতে হলে এখানে যোগাযোগ বাংলাদেশে বিটডিফেন্ডারের একমাত্র ডিস্ট্রিবিউটর হল স্ফুরনল্যাবস , সরাসরি যোগাযোগ করতে পারেন হটলাইন ০১৭৫২-০৬০০৩০, ০১৭৫৬-৭০৯৮৮৮ নাম্বারে। ফেসবুকে অফিসিয়াল বিটডিফেন্ডার ইন বাংলাদেশ পেইজেও জয়েন করতে পারেন, সব রকম আপডেট এখান থেকেই পাবেন।

বর্তমানে ঢাকা এবং চিটাগাং এর প্রধান প্রধান কম্পিউটার মার্কেটে বিটডিফেন্ডার পাওয়া যাচ্ছে। শুধু তাই না, দেশের যেকোন স্থান থেকেও খুব দ্রুতই এখনি ডট কম আর একমাত্র ডট কম সাইট থেকে আপনি হোম ডেলিভারী অর্ডার করতে পারেন। ভাইরাস-ফ্রি পিসি পাওয়া এখন আর মোটেই স্বপ্ন না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।