আমাদের কথা খুঁজে নিন

   

তিন মিলিয়ন ডলার লাগবে (কৌতুক)

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা আমি একটা কৌতুক শুনলাম সাম্প্রতিক কালে। কৌতুকটি নিচে দিলাম। চাঁদে যাবার জন্য তিন দেশের লোক নির্বাচন হচ্ছে। তিন জন ইন্টারভ্যু বোর্ড ফেস করছেনঃ- প্রথমজন জার্মানীর, তিনি জানালেন তার রকেট, লঞ্চপ্যাড ইত্যাদি তৈরী করতে এক মিলিয়ন(১০,০০,০০০) ডলার লাগবে। ব্যখ্যাতে সন্তুষ্ট হলেও ইন্টারভ্যু বোর্ড এর সিলেকশন কমিটি পরে জানাবেন।

দ্বিতীয় জন বৃটিশ নাগরিক, তিনি জানালেন তার লাগবে দুই মিলিয়ন(২০,০০,০০০) ডলার লাগবে। ব্যখ্যাতে সন্তুষ্ট হলেও ইন্টারভ্যু বোর্ড এর সিলেকশন কমিটি পরে জানাবেন। তৃতীয়জন এস ও বি(সান অব বাংলাদেশ)। সিলেকশন কমিটির প্রচন্ড কৌতুহল, এই এস ও বি কিভাবে এখানে। এস ও বি কে প্রশ্ন করা হোল আপনার কত লাগবে? এস ও বি জানাল তিন মিলিয়ন(৩০,০০,০০০) ডলার লাগবে।

ব্যখ্যা করতে বললেন তিন মিলিয়ন কি ভাবে ব্যয় করা হবে। এস ও বি যা জানালেন, তা শুনে তো ইন্টারভ্যু বোর্ড এর সিলেকশন কমিটি আক্কেল গুরুম!!! -- "ছার", ওয়ান মিলিয়ন ফর ইউ। -- ওয়ান মিলিয়ন ফর মি। -- ওয়ান মিলিয়ন ফর মাই জার্মান প্রেন্ড। হি মেক মি ওয়ান মিলিয়ন ডলার রকেট!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।