আমাদের কথা খুঁজে নিন

   

আগে জানতাম না তো সুশীল হওয়া এতো সহজ --- ছাত্রলীগের কথা কইলেই সুশীল

পোলা ভালো তো শুধু বেশি বুঝে !! আইডিটা খুলা হয়েছে শুধু মজার জন্য ! কেউ বেকুব হলে নিজ দায় নিয়ে হবেন মনে হয় দুই দিন আগে সুমন ভাই আমারে এই কমেন্ট দিলো বাহ! আমি চমৎকিত হইলাম -এবং এও জানিলাম সুশীল হওয়া খুবোই সহজ কার্য ---------------------------------------------------- sumon3d বলেছেন: কয়েকদিন আগে শিবিরের পক্ষে পোষ্ট দিয়ে আজ আবার ব্যালেন্স করতে আসছেন না??? আপনার ছাগুগিরি সেদিনই ফাস হয়ে গেছে। অযথা সুশীল সাজতে এসেন না। কমেন্ট- দিতে চাইলে স্বগতম -- না দিতে চাইলে বিদায় -- কিন্তু বকা বকি অফফ ----- দূরে গিয়া মর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।