আমাদের কথা খুঁজে নিন

   

একি 'সোনার' আলোয় জীবন ভরিয়ে দিলে, ওগো সোনালী ব্যাংক আমার!!

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর সোনালী ব্যাংকের সোনার ছোঁয়ায় ১০ হাজার টাকা বেতনের সাবেক স্কুল শিক্ষিকা আওয়ামীলীগ নেত্রী হেনরি এখন শতকোটি টাকার মালিক... তিন বছর আগেও মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাত আরা হেনরি সিরাজগঞ্জে রিক্সায় চলাফেরা করতেন, এখন চড়েন ৮৭ লাখ টাকায় একটি টয়োটা ল্যান্ড ক্রুজারে। তিন বছর আগে সিরাজগঞ্জে একটি বাড়ি থাকলেও এখন ঢাকা সিরাজগঞ্জ মিলে তার কয়েকটি এপার্টমেন্ট আর বাড়ি, রয়েছে একাধিক বানিজ্যেক প্রতিষ্ঠান। নিজের স্বামী আর মেয়ের নামে ব্যাংকে করেছেন বিশাল অংকের ফিক্সড ডিপোজিট। বিগত সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নির্বাচন করে সিরাজগঞ্জে হারেন হেনরি। এরপর তাঁকে করা হয় সোনালী ব্যাংকের পরিচালক।

আর তাতেই একেবারে ফুলে ফেঁপে উঠে হেনরির অবস্থা। ব্যাংকগুলোর সরবরাহকৃত রেকর্ডপত্রে হেনরী, তার স্বামী ও মেয়ের হিসাবে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। সাড়ে তিন বছর আগে মাসে ১০ হাজার টাকা উপার্জনকারী হেনরী (নির্বাচন কমিশনে দেয়া হলফনামা অনুযায়ী) এখন প্রায় শত কোটি টাকার মালিক। সোনালী ব্যাংকের এই পরিচালক রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় ‘রজনীগন্ধা’ নামক বাড়িতে ফ্ল্যাট কিনে বসবাস করেন। ২০১১ সালের আগস্ট মাসে ৮৭ লাখ টাকায় একটি টয়োটা ল্যান্ড ক্রুজার (ঢাকা মেট্রো ঘ-১১-১৭৫৫) জিপ কিনেছেন।

ঢাকার উত্তরায় ৫ কাঠার একটি প্লট কিনেছেন। সিরাজগঞ্জে সাকিনা-মোতাহার জুট মিল করছেন কোটি কোটি টাকা ব্যয়ে। সূত্রে আরও জানা যায়, ঢাকা-সিরাজগঞ্জ রুটে ২টি অত্যাধুনিক বাস রয়েছে তার। ডেসটিনিতে এক কোটি টাকার শেয়ারসহ বিভিন্ন কোম্পানির প্রায় সাড়ে ৩ কোটি টাকার শেয়ার রয়েছে স্কুল শিক্ষিকা জান্নাত আরা হেনরীর। জানা যায়, জান্নাত আরা তালুকদারের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে।

তার বাবা ছিলেন একজন স্কুলশিক্ষক। শামীম তালুকদার লাবুর সঙ্গে তার বিয়ে হয়। শ্বশুর রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তিনিও রাজনীতিতে জড়িয়ে পড়েন। সিরাজগঞ্জ সবুজ কানন হাই স্কুলে শিক্ষিকার চাকরি নেন। জান্নাত আরা তালুকদার হেনরী ২০০৮ সালের জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী একটি গ্রুপ তার বিপক্ষে কাজ করেন। নির্বাচনে বিএনপির প্রার্থী রুমানা মাহমুদের কাছে পরাজিত হন হেনরী। ওই সময় নির্বাচন কমিশনকে দেয়া হলফনামায় স্কুল শিক্ষিকা জান্নাত আরা হেনরী তার মাসিক আয় ১০ হাজার টাকা উল্লেখ করেছিলেন। হলফনামা অনুযায়ী তাদের স্বামী-স্ত্রীর কাছে মোট নগদ সাড়ে ৪ লাখ টাকা ছিল। স্থাবর সম্পত্তির পরিমাণ ৪ বিঘার কিছু কম।

যার মূল্য ৬ লাখ টাকার কম। সুত্র- View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।