আমাদের কথা খুঁজে নিন

   

ভাল থাক কবিতারা ....

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! ১. নিরবিচ্ছিন্ন কানের কাছে তাঁতের মাকু! ওরা একই সুর একই তালে বলে। যেন- কি করে ভাল থাকে শূন্য খবর? কি করে ভাল থাকে বিহুয়া তোর! ২. আমার জন্ম আমাকে দিয়েছে তোমার অস্তিত্ব! আমাকে সুখী করেছে তোমার হাত। কেজো খবরগুলো পড়ে থাক নায়েবের হাতে। আমাদের সন্ধি সাদা উঠান জবায়। নিস্ফলা আদরে ভরে যায় জমি।

তুমি আমি আমাদের শব্দগুলো রঙীন অপেক্ষা। আমাদের ক্লান্ত করেনা রোদ। হৃদয়ের তীব্র যন্ত্রনা আর নিত্য পরিচিত বোধ। ৩. মন বদলায় সেকি অন্তর্গত রক্তক্ষরণ! কি জানি। কে জানে বেঁচে থাকা কি করে আমাদের উত্তপ্ততাকে করেছে শুদ্ধ বরুফে পাহাড়! আমাদের ছেলেবেলা ক্ষনে ক্ষণে আসে।

এইসব প্রজন্ম হয় রাজ্যের কবিতা। মন বদলায় নাকি বড় করে দিতে থাকে প্রিয়? প্রিয় প্রহরে পরিচিত সে সবুজ পাতা। ৪. আঁধারের কথা ভাবি এই আলোতেও। ঝরকা কেটে আসা বৃষ্টির ছাঁট। আলো আর বৃষ্টি গগনের দূত।

আনমনে জমতে থাকে খাতার ভেতর অচেনা হৃদয়ের চিরকুট। ৫. ভাল লাগে আমার খুব ভাল লাগে। একটা চেনা গন্ধের ভেতরেই যেন স্বস্ত্বি। তুমি আছো পাহাড়ের মত বুকে ধরে আছো সবুজ আমার। তাই.. রক্ত মাংস মজ্জায় মিশে যাই।

তুমিওতো ধীরে ধীরে। যেন শুনতে পাই বরফি নাকফুলের ধারালো আঁচড়ে কারো বুক চিরে যায়!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।