উপায় নাই গোলাম হোসেন !
যখন আমি একদম ছোট ছিলাম তখন ঘুমের মধ্যে প্রচুর নড়াচড়া করতাম । ঘুমানোর সময় যাতে বিছানা থেকে পড়ে না যেতাম সেজন্যে দুই পাশে দুইটা কোলবালিশ সবসময় থাকত । তখন থেকেই আমার কোলবালিশ জরায়া ঘুমানোর অভ্যাস
কোলবালিশ ছাড়া আমার একদিনও ঘুম আসে না কোলবালিশ না জরায়া ঘুমাইলে বুকটা কেমন জানি ফাকা ফাকা লাগে খুব আনইজি লাগে। ত কোলবালিশ নিয়া দুইটা মজার ঘটনা বলি............... !
এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে গেছিলাম । ত রাতে ঘুমানোর সময় দেখলাম বালিশ একটা কোলবালিশ নাই ।
আমার ত মাথা হাফপ্যান্ট হয়া গেছে কোলবালিশ নাই !!! কোলবালিশ ছাড়া ত আমার ঘুম আসব না ক্যামনে কি
অনেকক্ষণ যাবত ঘুমানোর চেষ্টা করলাম উহু ঘুম আর আসে না । পরে বালিশটারে বুকের কাছে জরায়া ঘুমাইতে চাইলাম তাও ঘুম আসে না । পরে বিছানার যে চাদর ছিল । ওইটা তুল্লাম তোলার পরে গোল করে বুকের সাথে জরায়া ধরলাম । এরপর ঘুম আসল
এছাড়াও কিছুদিন আগে একজনদের গ্রামের বাড়িতে যাওয়ার পর সেইম কাহিনি ।
শালায় আবার চাদরও তুলতে দেয় না পরে সবাই ঘুমানোর পরে সবার শার্ট আর গেঞ্জি একত্রে গোল বলের মত বানাইলাম পরে ওইটা জারায়া ঘুমাইছিলাম ( কত বুদ্ধিরে রে !! )
রাত্রে বেলা আমি যখন ঘুমের মধ্যে একপাশ থেকে অন্যপাশ এ ফিরি তখন ঘুমের মধ্যেই আমার কোলবালিশও টাইনা অন্য পাশে নিয়া যাই । অভ্যাস হয়া গেছে
একদিন বাসায় গেস্ট আসছে যার কারনে এক চাচার সাথে আমারে ঘুমাইতে হইসে । ত রাত্রে বেলা যখন একপাশ থেকে অন্য পাশ এ ঘুরলাম এবং কোলবালিশও অন্য পাশে নিয়া আসতে চাইলাম ।
কিন্তু কোলবালিশ ত আর নড়ে না । এত টানাটানি করতাছি তবুও দেখি আসে না ।
আমি ঘুমের মধ্যেই চিন্তা করতাছি শালার কোলবালিশ এর এত ওজন হইল ক্যামনে !! পরে কোনসময় ঘুমায়া গেলাম টের পাই নাই ।
পরেরদিন চাচায় ঘুম উঠে আমারে বলে , তুই আর আমার সাথে ঘুমাবি না ! আমি বলি কেন ??? বলে কালকে রাত্রে ঘুমের মধ্যে কোলবালিশ ত লাত্তি দিয়া ফালায়া দিছিলি পরে কোলবালিশ না পায়া আমারে শুদ্ধা টানাটানি শুরু করছস
এই কারনেই কারও সাথে ঘুমাইতে আমি আনইজি ফিল করি । পারতপক্ষে কারও সাথে ঘুমাই না । অনেক ট্রাই করছি কোলবালিশ ছাড়া ঘুমানোর কিন্তু পারি না !! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।