> > > > > > > >> "নাহ! আমি তো সেমিফাইনালেই বাদ হয়ে..." />

আমাদের কথা খুঁজে নিন

   

..................৩য় কিস্তি

চল যাই..এগিয়ে চলি আপন শক্তিতে ১-- এক মেয়ের বিয়ে হচ্ছে । সেখানে তার প্রাক্তন প্রেমিকও এসেছে । তাদের ব্রেকআপ সম্পর্কে অজ্ঞ এক লোক এসে জিজ্ঞেস করল, "আপনিই কি বর?" > > > > > > > > >> "নাহ! আমি তো সেমিফাইনালেই বাদ হয়ে গেছি , ফাইনাল দেখতে আসছি!" ২--প্রেমিকা : জানু ,আজ তো ভেলেন্টাইন্স ডে, আমাকে এমন ভাবে Propose করো যেভাবে আজ পর্যন্ত কোন ছেলে কোন মেয়ে কে করেনি > > > > > >> প্রেমিক : হারামজাদি,কলংকিনি, শয়তানের শয়তান আই লাভ ইউ চো মাচ আমাকে বিয়ে করে আমার জীবন ধ্বংশ করে দে ডাইনি...!! ৩-- একজন মহিলা ২ সপ্তাহের জন্য ইটালি যাবেন কোম্পানি ট্রেনিং এ। তার স্বামী তাকে এয়ারপোর্টে পৌছে দিলেন এবং তার শুভযাত্রা কামনা করলেন। তার স্ত্রী ধন্যবাদ দিয়ে জিজ্ঞেস করলেন "তোমার জন্য কি আনব?" উত্তরে তার স্বামী হেসে বললেন "একজন ইটালী মেয়ে" স্ত্রী কিছু না বলে চলে গেলেন।

২ সপ্তাহ পরে তার স্বামী আসলেন তাকে রিসিভ করতে। তিনি জিজ্ঞেস করলেন"যাত্রা কেমন হল?" "চমৎকার। ধন্যবাদ" উত্তর দিলেন তার স্ত্রী। "আমার উপহার এর কি হল?" জিজ্ঞেস করলেন স্বামী। স্ত্রী বললেন"কোন উপহার?" "ঐ যে আমি একটা ইটালীয়ান মেয়ে চেয়েছিলাম..." বললেন স্বামী.. "ওহ, ঐটা...আমি যা পেরেছি করেছি... কিন্তু মেয়ে কিনা তা জানতে ৯ মাস অপেক্ষা করতে হবে।

৪-- রফিকের বাবা রফিককে বলতেছে, । বাবাঃ কিরে তোর মন এতো খারাপ কেন? আমায় বন্ধু মনে করে বল । রফিকঃ কি আর বলমু দোস্ত, আমারটারে নিয়ে ডেটিং এ গেছিলাম, তোরটা আমারে দেখছে আর মাইর দিছে তাই মন খারাপ. ৫-- ট্যাক্সি ঠিক করছেন এক ভদ্রমহিলা। ভদ্রমহিলাঃ এই ট্যাক্সি, যাবে? ট্যাক্সি ড্রাইভারঃ কোথায়? ভদ্রমহিলাঃ মার্কেটে। তুমি বাইরে অপেক্ষা করবে।

কেনাকাটা শেষ হলে তোমাকে নিয়েই ফিরে আসব। চিন্তা করো না, তোমাকে টাকা বাড়িয়ে দেব। ট্যাক্সি ড্রাইভারঃ আপনার সঙ্গে কি আপনার স্বামীও যাবেন? ভদ্রমহিলাঃ হ্যাঁ। কিন্তু কেন? ট্যাক্সি ড্রাইভারঃ তাহলে ভাড়া বেশি দিতে হবে। ভদ্রমহিলাঃ কেন? > > > > > > ট্যাক্সি ড্রাইভারঃ কারণ, তাহলে আমাকে যাওয়ার সময় ব্যাংকের সামনে এবং ফেরার সময় হাসপাতালের সামনেও অপেক্ষা করতে হবে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।