আশার বানী শুনিয়ে তোমায় দিচ্ছি শান্তনা , ভয় পেয়ো না তুমি আছি আমরা তোমার সাথে বলছি তোমায় শুনতে পাচ্ছো কি আমায় । শু্নতে পেয়ে বললে আমায় বের করে আনো দেখতে চাই আমার পৃথিবী - শুনতে চাই পৃথিবীর মানুষের জয়গান। বললাম তোমায় আছি হাজারো প্রাণ নিয়ে আসব তোমায় এটাই অঙ্গীকার আমার। কিন্তু আগুন নিয়ে গেল আমাদের কাছ থেকে তোমায় - পারলাম না তোমায় দেখাতে আপন ভূমি। আর তুমি নেবে না কোলে তোমার সন্তানকে , তুমি যে চলেই গেলে আমাদের ছেড়ে গভীর নিদ্রা ভূবনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।