আগ্রহ মোর অধীর অতি— কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা। তোমরা যখন অনেক মজা কর,
অনেক হাসি তামাশা, একটু মশকরা;
তারপর অনেক টাকা বিল করে একটা পিজ্জার অর্ডার কর,
আমি সেটাকে বিলাসিতা বলে সটকে পড়ি। ।
আমাকে কি কৃপণ মনে হয় তোমাদের???
ভুলে যেওনা আমারও রাত নামে, আমিও রাতে জোরে করে ফ্যান ছেড়ে দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা একটা পরিবেশ বানিয়ে গায়ে কাথা মুড়ি দিয়ে অনেক সুখকর কল্পনা করতে পারি।
আমারও একটা প্রিয় মানুষ আছে। আমার ও ইচ্ছে হয় তার হাত ধরে কুয়াশা মাখা কাক ডাকা ভোঁরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড দিয়ে রোদের কাঁচ ভেঙ্গে হেঁটে যেতে। যাযাবর হবার ইচ্ছে আমার মনের গহীনেও লালন করি আমি। একটু উষ্ণতার আসায় বন্ধুদের সাথে চায়ের কাপে ডুবে থাকতে ইচ্ছে আমার ও করে। তোমরা ভেবে বসনা যেন বাংলা মোটরের প্রাইভেট টাই আমার জীবন।
২৫০০০ টাকার ক্যামেরা দিয়ে আমার ও ছবি তুলতে ইচ্ছে হয়। সেই ছবি facrbook এ upload করে like পাওয়ার তীব্র লোভ আমার মাঝেও আছে। তোমরা আবার ভেবে বোসনা, এক কাপড়ে Varsity করি বলে shopping শব্দটার মানে আমি বুঝিনা।
তিথির মতো আমারও ইচ্ছে করে ঝুম বৃষ্টির দিনে গাড়িতে করে ঘুরি। মগবাজারের পদ্মা ভবনের সামনে দাড়িয়ে ছুটে চলা মানুষ দেখতে আমার ও ভালো লাগে।
সেই ছুটে চলা গাড়ীর ছিটকে আশা কাঁদা আমার গায়ে এসে পড়ে বলে আমি সেই সুখ পাবনা, এমনটা ভাবা সত্যি তোমার ভুল।
যখন আমার পথ চেয়ে থাকা মেয়েটিকে ১০০ টাকা খরচ করে কিছু কিনে দেয়ার জন্য আমাকে করতে হয় Click This Link । যখন ঈদ ভালোভাবে করার জন্য রাত জেগে লিখতে হয় Click This Link । জেতার চেষ্টা করতে হয় ছুটির দিনের অণু গল্পের প্রথম পুরুষকারটার। তখন আবিষ্কার করি নিজেকে।
নিজের মাঝে ঘুমন্ত অবস্থায় থাকা মধ্যবিত্ত পরিচয়টা প্রকাশ পায় তখন। না পাওয়ার তীব্র বেথায় গলা টিপে হত্যা করতে ইচ্ছে করে মধ্যবিত্ত পরিচয়টাকে। মনে মনে তখন প্রুতিজ্ঞা করি আমি ও বড় হয়ে বন খেকো হবো। আর তখনি ঘটে আমার যাত্রা বিরতি। সত্য ও ন্যায় এর যে যাত্রা রংপুর জিলা স্কুল এ ১৯৯৮ এ শুরু হয়েছিল সকাল বেলা জাতীয় পতাকার সামনে দাড়িয়ে শপথ পাঠের মাধ্যমে, সেই যাত্রার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।