আমাদের কথা খুঁজে নিন

   

তপন রায় - হাসন রাজার গান - ছাড়িলাম হাসনের নাও

মরণ আমার ভালো লাগে হাসন রাজা (১৮৫৪ - ১৯২২), বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার লক্ষণছিরি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহন করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও অত্যন্ত মেধাবী হাসনের বাংলা ও আরবি ভাষায় ব্যুৎপত্তি ছিল। শৈশব থেকেই তিনি সহজাত প্রতিভায় গান রচনা করতেন ও গাইতেন। তিনি ছিলেন একজন অত্যন্ত আমুদে মানুষ। কুড়া পাখি শিকার ও অশ্বারোহণে পারদর্শী ছিলেন।

সুরমা নদীতে নৌকাযোগে তাঁর জলবিহারের কথা সুবিদিত। সেখানে তিনি পরী সদৃশ সুদর্শনাদের গানের তালিম দিতেন এবং তাঁদের কণ্ঠে নিজের গান শুনে প্রীতিলাভ করতেন। তাঁদের গানের সাথে নিজে ঢোলকও বাজাতেন। অত্যন্ত রূপবান ভোগবিলাসী এই মানুষটির মধ্যজীবনে আধ্যাত্মিক উপলদ্ধির সঞ্চার হয়। সূফী ও বৈষ্ণব মতাদর্শের মিলন ঘটে তাঁর মননে ও গানে।

আঞ্চলিকতা ও নিজস্বতায় হাসন রাজার গানে গড়ে উঠেছে একটি পৃথক গীতিশৈলী। প্রেমিক অথচ মরমী এই দুই সত্তার প্রকাশে কখনও তিনি ওমর খৈয়ামের স্বপ্নালু ভাবমগ্নতায় আচ্ছন্ন, কখনও সূফীবাদের নৈতিকতায় আপ্লুত এক সাধক। তাঁর প্রকাশিত গীতিগ্রন্থের নাম 'হাসন উদাস'। 'ফাইয়াদ ইফতিখার রাফী' ভাইয়ের উদ্দেশ্য নিবেদিত - তপন রায় - হাসন রাজার গান - ছাড়িলাম হাসনের নাও অত্যন্ত জনপ্রিয় হওয়া সত্ত্বেও হাসন রাজার গানের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম পাওয়া দুষ্কর। ভারতের লোকশিল্পী ও গবেষক, তপন রায়ের এই অ্যালবামটি সেই চাহিদা কিছুটা হলেও পুরন করেছে।

তপন রায়, গানগুলো হাসনের রাজার তথা সুনামগঞ্জের ডায়ালেক্টে গাওয়ার প্রয়াস পেয়েছেন, এবং নিঃসন্দেহে বলা চলে, তিনি এক্ষেত্রেও অনেকটাই সফল হয়েছেন। ০১ ছাড়িলাম হাসনের নাও ০২ লোকে বলে, বলে রে ০৩ মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে ০৪ নিশা লাগিল রে ০৫ সোনাবন্ধে আমারে দিওয়ানা বানাইল ০৬ কানাই তুমি খেইর খেলাও কেনে ০৭ জ্বালাইল কে পিরিতের আগুন ০৮ আমি না লইলাম আল্লাজির নাম রে ০৯ বাউলা কে বানাইল রে ১০ একদিন তোর হইব রে মরন ১১ আমি যাইমু রে যাইমু ১২ বন্ধে নাচে রে ১৩ আহারে সোনালি বন্ধু ১৪ প্রেমের বাজারে বিকে ১৫ মন যাইবায় রে ছাড়িয়া কোয়ালিটি - ১৬০ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ৮৯ মেগাবাইটস ডাউনলোড - তপন রায় - ছাড়িলাম হাসনের নাও পাসওয়ার্ড - samu  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।