আমাদের কথা খুঁজে নিন

   

আট কুঠুরি নয় দরজা

সমরেশ মজুমদারের আট কুঠুরি নয় দরজা পড়া শেষ করলাম কিছুদিন আগে। আট কুঠুরি নয় দরজার ব্যাখ্যাটা জানা ছিল না। জানার ইচ্ছে ছিল। বই পড়তে পড়তে পেয়ে ও গেলাম। সেটাই শেয়ার করলাম।

“আট কুঠুরি হল শরীরের আটটা গ্রন্থি। পিটুইটারি, থাইমাস, থাইরয়েড, প্যরা থাইরয়েড, এলড্রিনাল, প্যারোটিড, প্যাংক্রিয়াস, ওভারিস। এই শরীরটা বেঁচে আছে এই আটটি গ্রন্থির মধ্য দিয়ে হর্মোন সিক্রিয়েশনের জন্য। আর এই আটটি গ্রন্থির সঙ্গে শরীরের নয়টি দ্বার যুক্ত। তিনতলা হল, মস্তিস্ক, কোমর থেকে শরীরের ঊর্ধ্বভাগ এবং নিম্নভাগ।

নাক, কান, চোখ, মুখ ইত্যাদি নয়টা দ্বার এই তিনতলায় ছড়িয়ে আবদ্ধ ,যা স্নায়ুশক্তির দ্বারা নিয়ন্ত্রন করা যায়। `` এছাড়া নেট ঘেটে একজনের লেখা থেকে পেলাম এই ব্যাখ্যাটুকু। এটা অনেক বেশী বোধগম্য আমার জন্য। নয় দরজা মানুষের শরীরের নয়টা এনট্রান্স বা এক্সিট - দুই চোখ, দুই নাকের ফুটো, মুখ, দুই কানের ফুটো, আর বাকি দুইটা জননাঙ্গ ও পায়ু। আট কুঠুরি মানুষের শরীরের আটটা ক্যাভিটি বা ভেসেল।

মাথার খুলি, ডান-বাম দুই ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী, দুই কিডনি আর কোলন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।