আমাদের কথা খুঁজে নিন

   

৫ম জাতীয় আয়কর দিবস আজ

আমি সত্য জানতে চাই জাতীয় আয়কর দিবস আজ। ২০০৮ সাল থেকে এই দিবসটি পালন করা হচ্ছে জাতীয় ভাবে। দার্শনিক প্লেটো বলেছেন, " একজন বিবেকবান মানুষ সঠিকভাবে করে দেন, বিবেকহীন মানুষ কর প্রদান করেন না" । তাই আয়কর প্রদানে করদাতাদের সচেতন করতে দেশব্যাপী এই দিবসটি পালন করা হবে আজ। এই দিবসটি গুরুত্বের সাথে পালন করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

এবারের প্রতিপাদ্য "আয়কর সুন্দর জীবনের প্রতিশ্রুতি" করদাতাদের কর সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিবার জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ ১৫টি স্থানে "কর তথ্য ক্লিনিক" নামে সেবা কার্যক্রম চালু করেছে। তা ছাড়া কর দিবস উপলক্ষ্যে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার, ফেস্টুন, সড়কদ্বীপ সজ্জিতকরণ, রেডিও ও টেলিভিশনে আয়কর সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো হবে। মহামতি উইনষ্টন চার্চিল বলেছেন "কর প্রদানের মতো ভালো কাজ আর কিছু হতে পারেনা। আয়কর ফাঁকির কালচার থেকে বেড়িয়ে আসবার জন্য এনবিআর এর এই উদ্দ্যোগ সফল হোক এই প্রত্যাশা আমাদের সকলের। কারণঃ ১।

আয়কর সামাজিক অসমতা দূর করে ২। আয়কর আগামী প্রজন্মের প্রগতির বাহন ৩। নিয়মিত করদাতা মাত্রই সচেতন নাগরিক ৪। আয়কর জাতিকে পরনির্ভরতা হতে বাঁচায় ৫। একজন সৎ ব্যক্তি সৎ আয়করদাতাও বটে ৬।

যদি থাকে টিআইএন, যথাসময়ে রিটার্ন দেন ৭। সবাই মিলে দিবো কর, দেশকে করবো স্বনির্ভর ৮। দিন বদলের অঙ্গীকার, সবাই হবো অংশীদার ৯। নিয়মিত আয়কর প্রদান করুন, দেশের উন্নয়নে শরীক হোন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।