আমাদের কথা খুঁজে নিন

   

কী-বোর্ড নিয়ে নাড়া এবং চাড়া

দেখা যাক ... শেষ পর্যন্ত কি দাঁড়ায়... লেখাটা পড়ে থাকতে পারেন , একটা ফেস্টিভাল এর স্যুভনিরে ছবি গুলা ছাড়া ছাপা হয়েছিলো, তারপর ও সামুতে ছবিসহ শেয়ার দেয়ার লোভ ছাড়তে পারলাম না , তাই ... ------------------------------------------------------------------------------- আধুনিক কীবোর্ডের যে লে-আউট টি আমরা বর্তমানে দেখছি তা হচ্ছে “QWERTY” লে-আউট। লে-আউটটির নামটি করা হয়েছে কী-বোর্ডের উপরের সারির প্রথম ছয়টি অক্ষর নিয়ে । ১৮৭২ সালে Christopher Sholes এই লে-আউটটি টাইপরাইটার মেশিনের জন্য ডিজাইন করেন। টাইপরাইটার মেশিনে যান্ত্রিক কারনে ক্যারিয়্যায রিটার্ন দিয়ে স্ক্রল করার আগ পর্যন্ত টাইপ করা অক্ষর টি দেখা সম্ভব হত না। এ কারনে দ্রুত টাইপ করার সময় অক্ষরগুলোর alignment ঠিক থাকে না।

Sholes সবার্ধিক ব্যবহৃত অক্ষরগুলো কে সমান দূরত্বে স্থাপন করে এ সমস্যা কমিয়ে আনেন এবং এতে টাইপিং স্পীড ও আগের চেয়ে বৃদ্ধি পায় । পরবর্তিতে এই লে-আউট এর কী-বোর্ড নিয়ে কম্পিউটার বাজারে আসে । এই লে-আউটটিতে টাইপিস্টরা অভ্যস্ত হয়ে যাওয়ায় পরবর্তিতে অধিক দক্ষতা সম্পন্ন অন্য লে-আউট বাজারে আসার পরও “QWERTY” লে-আউটটি এখনও আমাদের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ১৯৩২ সালে ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর Dr. August Dvorak এবং William L. Dealey সহজ, দ্রুত টাইপিং এর জন্য Dvorak লে-আউট টি ডিজাইন করেন। এই লে-আউট টি পরবর্তিতে সফল ভাবে এর উদ্দেশ্য পূরন করে।

এর সফলতার পিছনে রয়েছে অক্ষর পুনর্বিন্যাস। অক্ষর ব্যবহারের হারের উপর ভিত্তি করে এই লে-আউট টি ডিজাইন করা হয়েছে। Dvorak লে-আউটে সর্বাধিক ব্যবহৃত অক্ষর গুলো রাখা হয়েছে মাঝের সারিতে, অপেক্ষাকৃত কম ব্যবহৃত অক্ষর গুলো উপরের সারিতে এবং সবচেয়ে কম ব্যবহৃত অক্ষর গুলো নিচের সারিতে রাখা হয়েছে। মাঝের সারিকে বলা হয় Home row। মাঝের সারিতে পাঁচটি vowel এবং পাঁচটি সর্বাধিক ব্যবহৃত consonant রাখা হয়েছে।

মাঝের সারির এ রকম বিন্যাস টাইপিং এর ক্ষেত্রে ৭০% কাজ করে থাকে যেখানে QWERTY লে-আউটের জন্য মাত্র ৩২%। গবেষনায় দেখা গেছে Dvorak লে-আউট QWERTY লে-আউট এর চেয়ে ২০% বেশি দ্রুত কাজ করে। কী-বোর্ড নিয়ে কিছু মজার ব্যাপার :  কী-বোর্ডের বামদিকের অক্ষরগুলো নিয়ে গঠিত সবচেয়ে দীর্ঘতম ইংরেজি শব্দ Stewardesses.  কী-বোর্ডের ডানদিকের অক্ষরগুলো নিয়ে গঠিত সবচেয়ে দীর্ঘতম ইংরেজি শব্দ Johnny-jump-up. (এক প্রকারের ফুল)।  Bangladesh, Bangladeshi শব্দ দুইটি লিখতে কী-বোর্ডের তিন সারি থেকেই অক্ষর নেয়ার প্রয়োজন হয়।  কী-বোর্ডে সর্বাধিক ব্যবহৃত অক্ষর কোনটি – এ প্রশ্নের উত্তর নির্ভর করে ব্যাক্তি এবং ভাষার উপর ।

তবে এক গবেষনায় দেখা গেছে যে সর্বাধিক ব্যবহৃত অক্ষর হলো ‘e’ । ব্যবহারের নিম্নক্রম অনুসারে ইংরেজি অক্ষরগুলো কে এভাবে সাজানো যায় : e t a o i n s h r d l c u m w f g y p b v k j x q z . এখান থেকে দেখা যায় যে সবচেয়ে কম ব্যবহৃত অক্ষর হলো ‘z’ ।  একজন ব্যাক্তি গড়ে ৫৬% টাইপিং বাম হাতে করে থাকেন ।  একটি গড় কার্যদিবসে একজন টাইপিস্টের আঙ্গুল ১২.৬ মাইল অতিক্রম করে ।  গড়ে একজন টাইপিস্ট প্রতি মিনিটে ৫০-৬০ শব্দ বেগে টাইপ করতে পারেন ।

আমেরিকার ওরিগন স্ট্যাটের সালেম শহরের Mrs.Barbara Blackburn প্রতি মিনিটে ১৫০ শব্দ (wpm) বেগে ৫০ মিনিটে ৩৭৫০০ কী-স্ট্রোক দিতে পারেন । Dvorak Simplified keyboard এ তিনি প্রতি মিনিটে ১৭০ শব্দ (wpm) বেগ অর্জন করেন ।  ১৮৮৩ সালে প্রকাশকের কাছে প্রথম টাইপ করা উপন্যাস “Life on the Mississippi” জমা দিয়ে রের্কড করেন Mark Twain ।  লিঙ্কিন পার্ক এর ২০০৬ সালে রিলিজ হওয়া একটি এলব্যামে “QWERTY” গানটি রয়েছে । এবার চলুন দেখি QWERTY লে-আউটের কী-বোর্ড নিয়ে মজার কিছু ধাঁধাঃ  কী-বোর্ডের প্রথম সারির পাঁচ অক্ষরের কোন শব্দের বাংলা অর্থ হচ্ছে ‘শান্ত’? উঃ Quiet  কী-বোর্ডের প্রথম সারির ছয় অক্ষরের কোন শব্দটি ঝাঁঝালো রান্নার উপাদান? উঃ Peeper  কী-বোর্ডের প্রথম সারির পাঁচ অক্ষরের কোন শব্দের বাংলা অর্থ হচ্ছে ‘পথ’? উঃ Route  কী-বোর্ডের প্রথম সারির চার অক্ষরের কোন শব্দের বাংলা অর্থ হচ্ছে ‘তন্তূর মোটা দড়ি’? উঃ Rope  কী-বোর্ডের প্রথম সারির চার অক্ষরের কোন শব্দটি তিন জনের গ্রুপ বুঝায়? উঃ Trio এবার দেখি কী-বোর্ডের শর্টকার্ট কী গুলোর মজার মজার কার্টুন ঃ References: 1. http://www.funfactz.com/computer-facts/ 2. Click This Link 3. Click This Link 4. Click This Link 5. http://crunchpost.com/fun-with-keys/ 6. http://www.theworldofstuff.com/dvorak/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.