আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্সের ২৮টি হট কীবোর্ড শর্টকাট…

ভালোকিছুর সন্ধানে নিরন্তর হেঁটে চলা পথের এক ক্লান্ত পথিক ... আমি।
আমরা সকলেই মজিলা ফায়ারফক্সের সাথে পরিচিত। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। বর্তমানে বিশ্বে ফায়ারফক্স দ্বিতীয় জনপ্রিয় ব্রাউজার। দিনে দিনে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে এবং তৈরি হচ্ছে নতুন নতুন ব্যবহারকারী।

কিন্তু এই সকল ব্যবহারকারীদের অনেকেই ফায়ারফক্সের কীবোর্ড শর্টকাট ব্যবহার করেননা বা ব্যবহারে আগ্রহী নন। তবে একটু আগ্রহী হলেই এই সকল শর্টকাট গুলি ব্যবহার করে ওয়েব ব্রাউজিং আরও সহজ ও দ্রুততর করা সম্ভব। নিচে ফায়ারফক্সের ২৮টি প্রয়োজনীয় কীবোর্ড শর্টকাট ও তাদের ব্যবহার তুলে ধরা হলো- পেইজ ন্যাভিগেশন শর্টকাট এই শর্টকাট গুলোর মাধ্যমে ওয়েবপেজের যেকোনো স্থানে দ্রুত নেভিগেট করা যাবে… * Down Arrow – নিচের দিকে স্ক্রল করার জন্য * Up Arrow – উপরের দিকে স্ক্রল করার জন্য। * End – ওয়েবপেজের সম্পূর্ন নিচে যাওয়ার জন্য * Home – পেজের সম্পূর্ন উপরে যাওয়ার জন্য। * Space bar — পেজের নিচের দিকে যাওয়ার জন্য (প্রতিবারে পূর্ন স্ক্রীন পরিমান জায়গা নিচের দিকে স্ক্রল হবে) * Shift + Space bar — পেজের উপরের দিকে যাওয়ার জন্য (প্রতিবারে পূর্ন স্ক্রীন পরিমান জায়গা উপরের দিকে স্ক্রল হবে) ট্যাব, বুকমার্ক ও পেইজ বিষয়ক শর্টকাট * Alt + Home — হোম পেইজ লোড হবে।

* Ctrl + L — এড্রেস বারে যান * Ctrl + K — সার্চ বক্সে যান। * F5 — বর্তমান পেইজটি রিলোড হবে * Ctrl + = — জুম ইন (লেখার আকার বড় হবে) * Ctrl + - —জুম আউট (লেখার আকার ছোট হবে) * Ctrl + P — বর্তমান পেইজটি প্রিন্ট করুন। * Ctrl + H — আপনার ব্রাউজিং ইতিহাস (হিস্টোরী) দেখুন। * Ctrl + T — নতুন একটি ট্যাব খুলুন। * Ctrl + W — বর্তমান ট্যাবটি বন্ধ করুন।

* Ctrl + Tab — পরবর্তী ট্যাবে স্থানান্তরিত হওয়ার জন্য। * Ctrl + Shft + Tab — পূর্বের ট্যাবে ফিরে যাওয়ার জন্য। * Ctrl + 1-9 — সংখ্যা নির্বাচনের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট সংখ্যার ট্যাবে যাওয়ার জন্য * Ctrl + B — বুকমার্ক কলাম খুলুন। * Ctrl + I — বুকমার্ক কলাম বন্ধ করুন। * Ctrl + D – বর্তমান পেইজটির জন্য বুকমার্ক তৈরি করুন।

মাউস শর্টকাট নিন্মে মাউস এর ছয়টি শর্টকাট উল্লেখ করা হলো, যার মাধ্যমে ফায়ারফক্সে ব্রাউজিং আরো সহজ ও দ্রুততর হবে। * Ctrl – scroll up — জুম আউট (লেখার আকার ছোট করার জন্য) * Ctrl – scroll down — জুম ইন (লেখার সাইজ বড় করার জন্য) * Shift – scroll down – পূর্বের পেজে ফিরে যাওয়ার জন্য। * Shift – scroll up – পরের পেজে যাওয়ার জন্য। * Middle click on link —যেকোনো লিঙ্ক নতুন ট্যাবে খোলার জন্য। * Middle click on a tab — ট্যাব বন্ধ করার জন্য।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.